<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খ্রিস্টীয় নববর্ষ উদযাপন করতে গিয়ে ঢাকার বাইরে একজন প্রতিপক্ষের গুলিতে এবং একজন ছাদ থেকে পড়ে মারা গেছে। অন্যদিকে রাজধানীতে আতশবাজি ও পটকার আগুনে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছে। এ ছাড়া মেট্রো রেলের বৈদ্যুতিক তারে এবারও ফানুস জড়িয়েছে এবং শব্দদূষণের অভিযোগ জানিয়ে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়েছে হাজারের বেশি অভিযোগকারী। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খ্রিস্টীয় নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে মঙ্গলবার রাত ১২টার পর রাজধানীর বিভিন্ন এলাকায় আতশবাজি ও পটকা ফোটানোর সময় শিশুসহ পাঁচজন দগ্ধ হয়। দগ্ধরা হলো মো. ফারহান (৮), মো. সিফান মল্লিক (১২), সুমাত (২০), মো. সেন্টু (৪৫) ও তফসির (৩)। দগ্ধরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছে। গতকাল বুধবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ফারহানের শরীরের ১৫ শতাংশ, সিফান মল্লিকের ১ শতাংশ, সুমাতের ১ শতাংশ, সেন্টুর ২ শতাংশ এবং তফসিরের ২ শতাংশ পুড়ে গেছে। এর মধ্যে ফারহানকে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আতশবাজি-ফানুসে আগুন</span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মঙ্গলবার রাত ১২টা থেকে ফানুস ওড়ানো এবং আতশবাজি পোড়াতে গিয়ে রাজধানীর একাধিক স্থানে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, রাত ১২টা ১৭ মিনিটে মিরপুর ১১ নম্বরে একটি ডাস্টবিনের ময়লায় আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে পৌঁছার আগেই আগুন নিভে যায়। রাত ১২টা ৫৩ মিনিটে ধানমণ্ডি ল্যাবএইডের পেছনে স্বপ্ন সুপারশপের পাশে আগুন লাগলেও একই ঘটনা ঘটে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মেট্রো রেলের তারে ৯ ফানুস</span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নববর্ষ বরণকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ওড়ানো ৯টি ফানুস মেট্রো রেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়ে। গতকাল ঘটনাটি ঢাকা মাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একাধিক দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেছেন। গত বছরও মেট্রো রেলের বৈদ্যুতিক লাইন থেকে পাঁচটি ফানুস অপসারণ করা হয়েছিল। তবে মঙ্গলবার রাতের ঘটনায় মেট্রো রেল চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়নি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৯৯৯-এ ১,১৮৫ অভিযোগ</span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">থার্টিফার্স্ট নাইট তথা ইংরেজি নতুন বর্ষ (২০২৫) উদযাপনকে কেন্দ্র করে আতশবাজি পোড়ানো ও উচ্চশব্দে গান বাজানোয় শব্দদূষণের অভিযোগ জানিয়ে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়েছে এক হাজার ১৮৫ জন। গতকাল ৯৯৯-এর পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নারায়ণগঞ্জে প্রাণ গেল যুবকের  </span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নারায়ণগঞ্জের ফতুল্লায় থার্টিফার্স্ট নাইটের কনসার্ট ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে হৃদয় (২০) নামের এক যুবক খুন হয়েছেন। আহত হন আরো তিনজন। মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পাগলা বউবাজার রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হৃদয় ফতুল্লা থানার পাগলা বউবাজার এলাকার হাবির মিয়ার ছেলে। আহতরা হলেন সানি (২০), আপন (২১) ও রাব্বি (২৫)। পরে আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা হৃদয় মারা গেছেন বলে জানান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ধামরাইয়ে ছাত্র গুলিবিদ্ধ</span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকার ধামরাইয়ে একটি বাড়িতে নববর্ষের একটি অনুষ্ঠানে আকাশ সরকার (১৯) নামের গুলিবিদ্ধ এক কলেজছাত্রকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে উপজেলার রোয়াইল গ্রামে। আহত আকাশ মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ও রোয়াইল উচ্চ বিদ্যালয়ের দপ্তরি প্রতুল সরকারের ছেলে। আকাশের বাবা প্রতুল বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গুলি করেছে একই গ্রামের রাব্বি খান। আকাশের পেটে গুলি লেগেছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span>  </span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাটোরে ছাদ থেকে পড়ে মৃত্যু</span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাটোরের বড়াইগ্রামে বন্ধুদের সঙ্গে থার্টিফার্স্ট নাইট উপলক্ষে ডিজে নাচতে গিয়ে অসাবধানতাবশত তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে ইসতিয়াক আহম্মেদ (১৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বনপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। ইসতিয়াক বনপাড়া সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী এবং কালিকাপুর এলাকার ইকবাল হোসেন বাবুর একমাত্র সন্তান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>