বর্তমানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। চাল, ডাল, তেল, আটা, সবজি থেকে শুরু করে প্রতিদিনের প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম ক্রমাগত বাড়ছে। এর ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছে।
দামের এই ঊর্ধ্বগতির পেছনে কিছু অসাধু ব্যবসায়ীর মজুদদারি এবং বাজারে কৃত্রিম সংকট তৈরি করার প্রবণতা অন্যতম কারণ।
এ ছাড়া সরবরাহব্যবস্থায় দুর্বলতা এবং নজরদারির অভাবও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে রাখতে হলে বাজার ব্যবস্থাপনায় কঠোর নজরদারি ও তদারকি বাড়াতে হবে। মজুদদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং সরবরাহ চেইন সুষ্ঠু রাখতে হবে। পাশাপাশি ভোক্তাদের স্বার্থ রক্ষায় সরকারের উচিত প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করা।
এস এম রেদোয়ানুল হাসান রায়হান
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া