কর্তৃপক্ষকে না জানিয়ে ছাপাখানা পরিবর্তনের অভিযোগে দৈনিক ‘ঢাকা প্রতিদিন’ পত্রিকার নিবন্ধন বাতিল করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। গতকাল সোমবার ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে অবিলম্বে পত্রিকাটির নিবন্ধন পুনর্বহাল করার দাবি জানান। বিবৃতিতে নেতারা বলেন, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি দৈনিক ‘ঢাকা প্রতিদিন’ পত্রিকার ছাপাখানা পরিবর্তনের বিষয়টি চিঠির মাধ্যমে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরকে অবহিত করে। অথচ কোনো এক অদৃশ্য কারণে কর্তৃপক্ষকে না জানিয়ে ছাপাখানা পরিবর্তন করা হয়েছে অভিযোগে পত্রিকাটির নিবন্ধন বাতিল করা হয়েছে।