<p>রূপায়ণ সিটির সঙ্গে ‘সমঝোতা স্মারক’ চুক্তি স্বাক্ষর করেছে ডেলকো বিজনেস অ্যাসোসিয়েট লিমিটেড। এই চুক্তির আওতায় রূপায়ণ সিটির গ্রাহক ও কর্মকর্তারা বিশ্বখ্যাত ‘ক্যামেরিচ’ ব্র্যান্ডের আসবাব কেনাকাটায় বিশেষ ছাড়সহ অন্যান্য সুবিধা পাবেন। গতকাল মঙ্গলবার রাজধানীর উত্তরায় অবস্থিত রূপায়ণ সিটির সভাকক্ষে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দ্বিপক্ষীয় এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান এবং ডেলকো বিজনেস অ্যাসোসিয়েট লিমিটেডের সিইও আসিফ ইকবাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।</p> <p>চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আসিফ ইকবাল বলেন, ‘ক্যামেরিচ একটি আন্তর্জাতিক ব্র্যান্ড, যা রূপায়ণ সিটির মাধ্যমে তাদের গ্রাহকদের কাছে পৌঁছে যাবে। রূপায়ণ সিটি উত্তরার যেসব গ্রাহক উন্নত ফার্নিচার খুঁজছেন, তাঁদের জন্য এখানে একটি ডিসপ্লে সেন্টার থাকবে। আজকের এই আয়োজনের মধ্য দিয়ে রূপায়ণ সিটির কর্মকর্তাদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি ক্যামেরিচের দুনিয়ায় আমন্ত্রণ জানাচ্ছি।’</p> <p>এম মাহবুবুর রহমান বলেন, আধুনিক উদ্ভাবনী চিন্তাধারাকে লালন করে এগিয়ে চলছে দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি। অনন্য সেই চিন্তার ধারাবাহিকতায় দেশের রিয়েল এস্টেট খাতে রূপায়ণ সিটি একটি উদ্ভাবনী ব্র্যান্ড হিসেবে সুপরিচিত। এই প্রতিষ্ঠান সব সময় তার সম্মানিত ক্রেতাদের জন্য নতুন নতুন আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় ‘ব্রেক দ্য স্কয়ার ফিট স্টোরি’—এই দর্শনকে ধারণ করে রূপায়ণ সিটি তার ক্রেতাদের দৈনন্দিন জীবনকে আরো সহজ করে তুলতে আশাবাদী। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপায়ণ সিটির সিবিও রেজাউল হক লিমন, হেড অব মার্কেটিং  গোস্বামী অসীম রঞ্জন এবং ডেলকো বিজনেস অ্যাসোসিয়েট লিমিটেডের পক্ষে মারুফ মনজুর ও মোহাম্মদ আবদুল মতিনসহ অন্য কর্মকর্তারা।</p>