<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে আজ সোমবার বৃষ্টি বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের তিন সমুদ্রবন্দর ও উপকূলীয় জেলা কক্সবাজারকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবহাওয়া অধিদপ্তর গতকাল রবিবার জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরসংলগ্ন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি  হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আজ সোমবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) বর্ষণ হতে পারে বলে আগেই জানিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও রয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চলমান বন্যা পরিস্থিতিতে লঘুচাপ ও বৃষ্টিপাত সম্পর্কে জানতে চাইলে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গতকাল রাতে কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লঘুচাপের প্রভাবে আগামীকাল (আজ) দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি বেশি থাকতে পারে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর, নোয়াখালী, কক্সবাজার ও চট্টগ্রাম জেলায় বৃষ্টি বেশি থাকতে পারে। খুলনায়ও বৃষ্টি বেশি থাকতে পারে। কিন্তু পূর্ব দিকে অর্থাৎ কুমিল্লার দিকে বৃষ্টি কম থাকতে পারে। সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা কম।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওমর ফারুক আরো বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ক্রমেই পশ্চিম দিকে অগ্রসর হবে। ফলে দেশের পূর্ব দিকে বৃষ্টি স্বাভাবিকভাবেই কম থাকতে পারে।</span></span></span></span></p>