<p>রাজধানীর দারুসসালাম এলাকায় জাররাফ আহমেদ প্রীতম (৩১) হত্যার ঘটনায় মো. রাসেল (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পুলিশের এই এলিট ফোর্সের দাবি, গ্রেপ্তার হওয়া যুবক ‘ডেঞ্জার দারুস’ নামের ছিনতাইকারী গ্রুপের দলনেতা।</p> <p>গত মঙ্গলবার রাতে ঢাকার শাহ আলী থানার গুদারাঘাট এলাকা থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়। এর আগে প্রীতমের চাচাতো বোন দারুসসালাম থানায় হত্যা মামলা করেন।</p> <p>র‌্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি সহকারী পুলিশ সুপার শিহাব করিম এসব তথ্য জানিয়েছেন। মামলার এজাহারে বলা হয়, ২৬ আগস্ট রাতে প্রীতম তাঁর নিজ এলাকা নজিরপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। পরদিন ২৭ আগস্ট ভোরে রাজধানীর দারুসসালাম থানাধীন দারুসসালাম রোডে মিরপুর টাওয়ারের দক্ষিণ পাশে টয় পার্ক দোকানের সামনে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা জিনিসপত্র কেড়ে নেওয়ার সময় তিনি বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা প্রীতমকে ছুরিকাঘাত করে তাঁর মোবাইল ফোন, ল্যাপটপ, টাকা ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।</p> <p> </p>