<p>রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দুই হাতে পিস্তল নিয়ে গুলি চালানো যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রাজশাহী মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক ফয়সল তারেক এ আদেশ দেন। এর আগে তাঁকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে বোয়ালিয়া থানা পুলিশ। বোয়ালিয়া থানার ওসি এস এম মাসুদ পারভেজ জানান, র‌্যাব রুবেলকে গ্রেপ্তার করে কুমিল্লা থেকে রাজশাহীতে আনে শনিবার গভীর রাতে। রবিবার সকালে বোয়ালিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হলে তাঁকে ১০ দিনের রিমান্ড চেয়ে রাজশাহী মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। রুবেলের নামে থানায় হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র লুট ও বিস্ফোরক দমন আইনে ছয়টি মামলা রয়েছে।</p> <p> </p> <p> </p>