<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমার ভাইয়ের স্বপ্ন ছিল পড়ালেখার জন্য দেশের বাইরে যাওয়ার। দেশের শিক্ষাব্যবস্থা উন্নয়নের স্বপ্ন ছিল ভাইয়ের। কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এভাবেই কাউসার মাহমুদের (২২) কথা কালের কণ্ঠকে বলছিলেন তাঁর ছোট ভাই সুলতান মাহমুদ। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার রাতে মারা যান কাউসার। তিনি ৭০ দিন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কাউসার গত ৪ আগস্ট চট্টগ্রাম নগরের নিউ মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> হামলায় আহত হয়েছিলেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন কাউসার। কাউসার লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের আবদুল মোতালেবের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে কাউসার মাহমুদ ছিলেন বড়। কাউছারের পরিবার দীর্ঘদিন ধরে চট্টগ্রামের আগ্রাবাদের কমার্স কলেজ সড়ক এলাকায় বসবাস করছে। এদিকে কাউসারের মৃত্যুর খবরে কাঁদছে বন্ধু, স্বজনসহ সবাই। কাউসার মাহমুদ সর্বশেষ ২ আগস্ট ফেসবুকের প্রফাইলে নিউ মার্কেটের আন্দোলনের ছবি দিয়ে লিখেছিলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আসছে ফাগুন দ্বিগুণ নয়, ১৬ কোটি হবো।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এটাই ছিল তাঁর ফেসবুক স্ট্যাটাস। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সুলতান মাহমুদ কালের কণ্ঠকে আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভাইয়ের সঙ্গে প্রতিদিন ঝগড়া না করলে আমার ভালো লাগত না। কত কথা হতো, কত স্বপ্ন ছিল আমার ভাইয়ের। কিন্তু ভাই যে আমাদের ছেড়ে চলে গেল।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, ছাত্র আন্দোলনে যোগ দিতে ৪ আগস্ট চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় গিয়েছিল ভাইয়া। সংঘর্ষ চলাকালে গুরুতর আহত ভাইকে চট্টগ্রামের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে ছিল। সেখানে তার অবস্থা কিছুটা ভালো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ২২ সেপ্টেম্বর তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে আবার অবস্থা খারাপ হয়ে যায়। তারপর তাকে উন্নত চিকিৎসার জন্য ২৮ সেপ্টেস্বর ঢাকায় সিএমএইচে স্থানান্তর করা হয়।</span></span></span></span></span></p>