<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ২০ অক্টোবর। ক্লাস শুরুর প্রথম দিনেই তিনটি সুবিধা পাবেন তাঁরা। সেগুলো হলো একটি আইডি নম্বর, আইডি কার্ড ও একটি প্রাতিষ্ঠানিক ই-মেইল। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল সদস্য ও জবি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২৩-২৪ শিক্ষাবর্ষের (স্নাতক) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর প্রথম দিনেই তিনটি সুবিধা পাবেন। যা আমরা আগে প্রথম দিনে দিতে পারিনি। শিক্ষার্থীরা ক্লাস শুরুর প্রথম দিনেই বিশ্ববিদ্যালয়ের আইডি নম্বর, আইডি কার্ড ও একটা ইনস্টিটিউশনাল ই-মেইল পেয়ে যাবেন, যা আগে আবেদন করে নিতে হতো।</span></span></span></span></span></p>