<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লিবিয়া থেকে ১৫৭ অনিয়মিত বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন তাঁরা। লিবিয়ার মিসরাতা ও এর পার্শ্ববর্তী অঞ্চলের ডিটেনশন সেন্টারে তাঁরা আটক ছিলেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), পররাষ্ট্র মন্ত্রণালয় ও লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় তাঁদের ফিরিয়ে আনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিমানবন্দরে ১৫৭ বাংলাদেশিকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা। এ সময় আইওএমের পক্ষ থেকে তাঁদের প্রত্যেককে বাড়ি ফেরার খরচ বাবদ ছয় হাজার টাকা ও কিছু খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়। এ ছাড়া চিকিৎসা ও প্রয়োজন অনুসারে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলির প্রচেষ্টা ও আইওএমের আর্থিক সহযোগিতায় লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া চলমান। শিগগিরই অনিয়মিত বাংলাদেশি নাগরিকদের লিবিয়া থেকে ফিরিয়ে আনা হবে। এর আগে ১ অক্টোবর বেনগাজী থেকে ১৪৪ জন এবং ১০ অক্টোবর ত্রিপলী ও এর পাশের অঞ্চল থেকে ১৫০ জন অনিয়মিত বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে।</span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেবানন থেকে ফিরছে আরো ৯৬ জন</span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেবানন থেকে দুই দফায় আরো ৯৬ জন (দুই শিশু ও ৯৪ জন নারী-পুরুষ) প্রবাসী বাংলাদেশি দেশে ফিরছে। এর মধ্যে আজ বুধবার সন্ধ্যায় ৬৫ জন ও আগামীকাল বৃহস্পতিবার রাতে ৩১ জন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। গতকাল লেবাননে বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে সোমবার সন্ধ্যায় লেবানন থেকে প্রথম দফায় ৫৪ জন বাংলাদেশি প্রবাসী ফেরত আসেন।</span></span></span></span></p> <p> </p>