<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী ইকরাম হোসেন কাউসার ও সোহরাওয়ার্দী সরকারি কলেজের শিক্ষার্থী ওমর ফারুক হত্যা মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্যবিষয়ক উপসম্পাদক আজহারুল হক ফরাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার সূত্রাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল রবিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, গ্রেপ্তার আজহারুল হক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইকরাম হোসেন ও ওমর ফারুক হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি। মামলার অভিযোগে বলা হয়, ইকরাম ও ওমর গত ১৯ জুলাই আনুমানিক সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সূত্রাপুর থানার কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেন।</span></span></span></span></span></p>