<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ট্রেনের টিকিট বিক্রিতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। নির্দেশনায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে টিকিট সংরক্ষণ না করতে বলা হয়েছে। গতকাল রবিবার বাংলাদেশ রেলওয়ের ট্রাফিক কমার্শিয়াল শাখা থেকে জারি করা টিকিট বিক্রয় ব্যবস্থাপনার নির্দেশনাপত্রে সহজ-সিনেসিস-ভিনসেন জেভিকে এই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনাপত্রে বলা হয়, আগামী ১০ নভেম্বর থেকে মন্ত্রণালয় অনুমোদিত সংরক্ষিত আসন ছাড়া কোনো টিকিট সংরক্ষণ না রাখা এবং একই সঙ্গে সংশ্লিষ্ট ডিসিওদের দালিলিক বা লিখিত নির্দেশনা মোতাবেক সংরক্ষিত আসনের টিকিট রিলিজ এবং তা রেকর্ড হিসেবে সংরক্ষণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অনুরোধ করা হলো।</span></span></span></span></p>