<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একই দিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিয়ে আবারও মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে তাবলিগ জামাতের বিবদমান দুই পক্ষ। এ ঘটনায় বিবৃতি দিয়ে উদ্বেগ জানিয়েছেন দেশের শতাধিক আলেম।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগামী ৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা-মাশায়েখ বাংলাদেশের ব্যানারে মহাসমাবেশের ডাক দিয়েছে তাবলিগের জুবায়েরপন্থী অংশ। একই দিন সোহরাওয়ার্দী উদ্যানে সাধারণ মুসল্লি পরিষদ বাংলাদেশের ব্যানারে পাল্টা সমাবেশ ডেকেছেন তাবলিগের সাদপন্থী অংশের নেতারা। ফলে দীর্ঘদিন শান্ত থাকার পর আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>