<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণে আনুষ্ঠানিক কোনো</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নিষেধাজ্ঞা না থাকলেও দ্বীপের বাসিন্দা ছাড়া সেখানে কেউ বেড়াতে যেতে পারছে না। চলতি নভেম্বর মাসে পর্যটকরা যেতে পারবে, তবে থাকতে পারবে না</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমন ঘোষণা থাকলেও দ্বীপ ভ্রমণের সব ব্যবস্থা বন্ধ রয়েছে। দ্বীপটির বাসিন্দাদের দাবি, তাদের আত্মীয়-স্বজনরাও বেড়াতে যেতে পারছে না। পর্যটন ব্যবসায়ী এবং দ্বীপের স্থানীয়রা জানিয়েছে, সেন্ট মার্টিন ভ্রমণে এমন কড়াকড়ি কখনোই ছিল না, যেটি গুজব সৃষ্টির পরিবেশ তৈরি করেছে। পর্যটন মৌসুম শুরু করা নিয়েও একটা অনিশ্চয়তা কাজ করছে সংশ্লিষ্ট সবার মধ্যে। তবে উপজেলা প্রশাসন বলছে, মায়ানমারের যুদ্ধ পরিস্থিতির কারণে পর্যটক নিয়ন্ত্রণ করা হচ্ছে। ঝুঁকি এড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরকারি ভাষ্য অনুযায়ী, নভেম্বর মাসে সেন্ট মার্টিন ভ্রমণে বাধা থাকার কথা নয়, কিন্তু প্রকৃতপক্ষে সেখানে বেড়াতে যাওয়া যাচ্ছে না। স্থানীয় বাসিন্দাদেরও জাতীয় পরিচয়পত্র দেখিয়ে নিজ এলাকায় প্রবেশ করতে হচ্ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিভিন্ন সূত্র দাবি করছে, যাতায়াতের জন্য এখনো সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী একটি জাহাজও চলাচল শুরু হয়নি। স্পিডবোট চলাচলও বন্ধ রয়েছে। যাত্রীবাহী ট্রলার বা সার্ভিস বোট চলাচল করলেও ভ্রমণ করতে লিখিত অনুমতি লাগছে। সেন্ট মার্টিনের বাসিন্দা ছাড়া কাউকে ভ্রমণ করতে দেওয়া হচ্ছে না। দ্বীপের অধিবাসী কি না নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ট্রলারের টিকিট বিক্রি হচ্ছে। দফায় দফায় কোস্ট গার্ড যাত্রীদের এনআইডি যাচাই করছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ব্যাপারে সেন্ট মার্টিনে কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লে. কমান্ডার এস এম রাশাদ হায়দার সাংবাদিকদের জানান, নিরাপত্তার বিষয়টিকে বিবেচনায় রেখে সরকারের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাঁর মতে, ভ্রমণ করতে কেউ সেন্ট মার্টিন যাতে না আসতে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> পারে সে জন্য তাঁরা মনিটর করছেন। কেউ যদি সেন্ট মার্টিন দ্বীপে চলে আসে, তাকে ফেরত পাঠানো হবে বলেও জানান কোস্ট গার্ড স্টেশনের এই কমান্ডার।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী কালের কণ্ঠকে বলেন, মায়ানমারের যুদ্ধ পরিস্থিতির কারণে সেন্ট মার্টিন ভ্রমণে কড়াকড়ি করা হচ্ছে। তা ছাড়া কাঠের বোট নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে সেন্ট মার্টিন যাওয়া নিরাপদ নয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, দলে দলে পর্যটক আসছে। তারা কাঠের বোটে করে যাওয়ার পথে যদি মায়ানমারের কোনো গুলি এসে পড়ে তখন তো কিছু করার থাকবে না। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তাঁর মতে, পর্যটকদের ঝুঁকির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তিনি স্বীকার করেন, সেন্ট মার্টিন ভ্রমণে সরকারি কোনো নিষেধাজ্ঞা নেই। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রসঙ্গত, সাম্প্রতিক সরকারি সিদ্ধান্ত এবং গত ৪ নভেম্বর সোমবার সরকারের পরিবেশ উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, নভেম্বর মাসে সেন্ট মার্টিনে যাওয়া যাবে, কিন্তু রাত যাপন করা যাবে না।</span></span></span></span></p> <p> </p> <p> </p>