<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন করেছে বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখা। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুর ২টার দিকে শহরের কালীখলা এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর ঘুরে আবার কালীখলা এলাকায় এসে শেষ হয়। সেখানে শুভসংঘের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক, সুধীসমাজ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সেখানের একটি রেস্তোরাঁয় কেক কাটার পর প্রয়াত এই সাহিত্যিকের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="বসুন্ধরা " height="41" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/04-11-2024/mk/kk-NEW-3-2024-11-04-14a.jpg" style="float:left" width="300" />আলোচনাসভায় বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘ গৌরীপুর উপজেলা শাখার সভাপতি শংকর ঘোষ পিলু, সহসভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক হারুন মিয়া, সহসাধারণ সম্পাদক সানজিদা আক্তার, কার্যনির্বাহী সদস্য ওবায়দুর রহমান, রাকিবুল ইসলাম রাকিব, আমেনা আক্তার, পাপ্পু পাল, জাহাঙ্গীর ইসলাম সাব্বির, জয় আচার্য্য, বাংলাদেশ রোভার স্কাউটের সদস্য ঋদি আক্তার, রানী, সুমাইয়া আক্তার, সাংবাদিক রইছ উদ্দিন রইছ, সাংবাদিক ফারুক আহম্মেদ, গণেশ পাল প্রমুখ।</span></span></span></span></p> <p> </p> <p> </p>