<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি দুটি ট্রলারসহ ছয় বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে চলাচলকারী দুটি ট্রলারসহ ওই ছয়জনকে ধরে নিয়ে গেছে তারা। ট্রলার দুটি রড-সিমেন্টসহ বিভিন্ন মালপত্র নিয়ে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাচ্ছিল। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আরাকান আর্মির নিয়ে যাওয়া ট্রলার দুটি হলো আবদুর রশিদের মালিকানাধীন এসবি রাসেল এবং আবদুর রবের মালিকানাধীন এসবি ফারুক। গতকাল বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ-সেন্ট মার্টিন বোট মালিক সমিটির সভাপতি আবদুর রশিদ। তিনি বলেন, গত মঙ্গলবার টেকনাফ থেকে দুটি ট্রলার রড-সিমেন্টসহ মালপত্র নিয়ে সেন্ট মার্টিন যাওয়ার পথে আরাকান আর্মির সদস্যরা বঙ্গোপসাগরের নাফ নদীর মোহনা থেকে ধরে নিয়ে যায়। এ সময় ট্রলারে ছয়জন স্টাফ ছিলেন। তাঁরা সেন্ট মার্টিনের বাসিন্দা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেন্ট মার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মালভর্তি দুটি ট্রলারসহ ছয়জনকে মায়ানমারে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে খোঁজখবর নিচ্ছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>