<p>খুলনায় সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলা শুরু হয়েছে। গতকাল বিকেলে নগরীর বয়রায় বিভাগীয় কমিশনারের সেক্রেটারিয়েট চত্বরে এ মেলা শুরু হয়েছে।</p> <p>মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ বলেন, বই মানুষের নিত্যসঙ্গী। শিক্ষা অর্জনের ধারক ও বাহক হলো বই। বই মানুষের জীবনকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। একটি ভালো বই একজন মানুষের জীবন বদলে দিতে পারে।</p> <p>অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. হুসাইন শওকতের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আব্দুল মোক্তাদের, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান।</p>