<p>অপসংস্কৃতির আগ্রাসন ঠেকাতে এবং স্বাস্থ্যবান জাতি গঠনে চলচ্চিত্র, নাটক এবং ওয়েবসিরিজে পছন্দের শিল্পীকে দিয়ে ধূমপান ও মাদক সেবনের প্ররোচনা বন্ধের আহবান জানিয়েছেন তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। গতকাল মানস-মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর উদ্যোগে উত্তরায় অনুষ্ঠিত তামাক ও মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচিতে এ আহবান জানানো হয়। কর্মসূচির উদ্বোধন করেন আইইউবিএটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুর রব মিয়া। প্রধান আলোচক ছিলেন মানস সভাপতি অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী।</p>