<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মায়ানমারের জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান আন্তর্জাতিক ফৌজদারি আদালতে (আইসিসি) এর কৌঁসুলির আবেদনের প্রশংসা করেন। তুরস্কে সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে রোহিঙ্গাবিষয়ক বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এটি খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ এবং মায়ানমারের সেনাবাহিনীকে জবাবদিহিতার আওতায় আনা এবং রোহিঙ্গাদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করার প্রাথমিক পদক্ষেপ।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উল্লেখ্য, আইসিসির কৌঁসুলি করিম খান গত সপ্তাহে মায়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আইসিসিতে আবেদন করেন। আইসিসির কৌসুলি বলেন, মায়ানমারের রাখাইন রাজ্যে ২০১৬ এবং ২০১৭ সালের সহিংসতা এবং এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে রোহিঙ্গাদের অভিবাসনের সময় সংঘটিত কথিত অপরাধের বিষয়টি তার দপ্তর ২০১৯ সালের ১৪ নভেম্বর থেকে তদন্ত করছে। বিশদ, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের পর আইসিসির কৌঁসুলির দপ্তর সিদ্ধান্তে পৌঁছেছে যে রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধের দায় মায়ানমারের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের আছে।</span></span></p> <p style="text-align:left"> </p>