<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশিষ্ট অভিনেত্রী এবং সাবেক সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফাকে বিদেশে যাওয়ার সময় বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে তাকে আটক বা গ্রেপ্তারের বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। পারিবারিক সূত্র বলছে, চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ড যেতে চেয়েছিলেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শনিবার সকালে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডে যাওয়ার জন্য বিমানবন্দরে হাজির হয়েছিলেন সুবর্ণা। ইমিগ্রেশন পুলিশ সূত্র জানিয়েছে, গোয়েন্দা সংস্থার কিছু অবজারভেশন ও আপত্তির কারণে সুবর্ণাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি। অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে সংরক্ষিত নারী আসনের মনোনীত এমপি হন। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে সংরক্ষিত মহিলা আসন-৪-এর প্রতিনিধিত্ব করেন তিনি।  ১৯৮০-এর দশকে তিনি বাংলাদেশের অন্যতম দর্শকপ্রিয় টিভি অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বিশেষ করে আফজাল হোসেন এবং হুমায়ুন ফরীদির সঙ্গে তার জুটি ব্যাপক দর্শক সমাদর লাভ করে। এ ছাড়া তিনি হুুমায়ূন আহমেদের লেখা কোথাও কেউ নেই ও আজ রবিবার টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি অর্জন করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>