<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কিশোরগঞ্জের ভৈরবে দুটি কাভার্ড ভ্যান ও একটি সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া ফরিদপুরের ভাঙ্গা, মেহেরপুর ও নরসিংদীর রায়পুরায় নিহত হয়েছেন আরো চারজন। এসব ঘটনায় আহত হয়েছেন বাসের চালকসহ তিনজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে :</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভৈরব (কিশোরগঞ্জ) : ভৈরবে দুটি কাভার্ড ভ্যান ও একটি সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই তিন নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের জগন্নাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুপুর ১টা পর্যন্ত নিহতদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন সিএনজিচালক মো. শাহিন ও যাত্রী রাজন। তাদের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক দীপক কাপাসিয়া গোপি (৪৫) ও আরোহী খন্দকার মামুনুর রহমান (৪৫) নামের দুজন নিহত হয়েছেন। গতকাল বিকেলে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার নওয়াপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত দীপক ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার খালাসীরডাঙ্গী গ্রামের পরশ কাপাসিয়ার ছেলে এবং মামুনুর রহমান ফরিদপুর সদরের পশ্চিম আলীপুর এলাকার খন্দকার বজলুর রহমানের ছেলে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মেহেরপুর : মেহেরপুরে মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন দিলরুবা খাতুন (৫০) নামের এক নারী। আহত হয়েছেন নিহতের স্বামী মোটরসাইকেলচালক সাজ্জাদ হোসেন। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে বামন্দী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কামারবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত দিলরুবা খাতুন ও আহত সাজ্জাদ হোসেন মেহেরপুর সদর উপজেলার কলায়ডাঙা গ্রামের বাসিন্দা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রায়পুরা (নরসিংদী) : রায়পুরা-ঢাকা-সিলেট মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের চালকসহ তিনজন। গতকাল ভোর ৫টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ ঝাড়তলায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। ট্রাকের চালক ভৈরবে একটি হাসপাতালে চিকিৎসাধীন বলে নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানার এএসআই রাসেল মিয়া।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>