<p><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে নাশকতার অভিযোগে আট আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ১টার দিকে জাতীয় স্মৃতিসৌধে অবস্থানকালে নাশকতার অভিযোগে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, তার মেয়ে মহিমান রহমান, ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের কর্মী মিল্টন সূত্রধর, সেলিম হোসেন, সাইফুল ইসলাম শিহাব, তাইজুল ইসলাম, রানা ও সালাউদ্দিনকে আটক করা হয়। আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, সোমবার দুপুর ১টার দিকে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ কিছু নেতাকর্মী নাশকতার উদ্দেশ্যে জাতীয় স্মৃতিসৌধে আসেন। এমন খবরের ভিত্তিতে ডিএমপির ডিবি পুলিশের সহযোগিতায় জাতীয় স্মৃতিসৌধে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়েছে।</span></span></span></span></span></p>