<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর দারুসসালাম থানাধীন গাবতলী দ্বীপনগর এলাকায় মো. মুকুল শেখ (৩৭) নামের এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে তাঁকে হত্যা করা হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মুকুল শেখ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সেনা চাপরি গ্রামের মো. দুলাল শেখের ছেলে। তাঁর ভাই রাব্বানী শেখ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পূর্বশত্রুতার জেরে ওয়াজেদ ফকিরের নেতৃত্বে কামরুল, লালু, আনোয়ার, জাহাঙ্গীর, লোকমান, ইয়াসিন, হালিমসহ অজ্ঞাতপরিচয় ১০-১২ জন আমার ভাইরের ওপর হামলা করে। এ সময় তারা লাঠি ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>