<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নারায়ণগঞ্জের ফতুল্লায় বিভিন্ন দাবিতে এবং কারখানা বন্ধের প্রতিবাদে ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশনের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ফতুল্লায় পুলিশ লাইনের গেটের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ পুরনো সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আন্দোলনরত শ্রমিকরা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফতুল্লার টাগারপাড় এলাকায় অবস্থিত ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশনে কয়েক শ শ্রমিক রয়েছেন। মালিকপক্ষের লোকজন কথায় কথায় শ্রমিক ছাঁটাই করে। আর শ্রমিক ছাঁটাই করলেও শ্রম আইন অনুযায়ী তাঁদের পাওনা বুঝিয়ে দেওয়া হয় না। বিনা কারণে শ্রমিকদের সঙ্গে স্টাফরা খারাপ আচরণ করেন। কারখানার ভেতরে কোনো ক্যানটিন নেই। তবে নাশতা খাওয়ার জন্য কাউকে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হয় না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তাঁরা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মালিকের কঠিক এবং মনগড়া নিয়ম বাতিল করতে হবে। সকাল ৮টার এক মিনিট পার হলেও কারখানার ভেতরে শ্রমিকদের প্রবেশ করতে দেওয়া হয় না। রাস্তায় যানজট থাকলেও দুপুর ২টা এক মিনিটে গেটের সামনে হাজির হলেও ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। কোনো কারণ ছাড়া এবং শ্রমিকদের দাবিদাওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না দিয়ে হঠাৎ করে কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়। এ ছাড়া মালিকের সন্ত্রাসী বাহিনী দিয়ে শ্রমিকদের নানাভাবে হয়রানি করাসহ হুমকি দেওয়া হয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নারায়ণগঞ্জ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক রাজীব ঘোষ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনেক আগে থেকেই শ্রমিকদের এই অসন্তোষ। এর আগেও কয়েকবার এই অসন্তোষের ঘটনা ঘটেছে। শ্রমিকদের সঙ্গে ম্যানেজমেন্ট পর্যায়ের ঝামেলা রয়েছে। পাওনা পরিশোধ করে কিছু শ্রমিক ছাঁটাই করেছে তারা। কারখানা কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোনো ধরনের বকেয়া না থাকা সত্ত্বেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সেনসিবল ফ্যাশনের শ্রমিকরা। শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করার চেষ্টা করা হচ্ছে। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>