কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গতকাল বসুন্ধরা শুভসংঘের প্রীতি বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া মুন্সীগঞ্জে পাঠচক্র ও জামালগঞ্জে নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো সংবাদে বিস্তারিত—
কুমিল্লা বিশ্ববিদ্যালয় : বসুন্ধরা শুভসংঘ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘বৈশ্বিক উষ্ণায়ন শুধুমাত্র প্রাকৃতিক নয়, বরং অনেকাংশেই মানবসৃষ্ট’ শিরোনামে প্রীতি বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ হলরুমে বিতর্ক অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদ কাউসারের সঞ্চালনায় বিতর্কে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম। তা ছাড়া অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার শিলা এবং বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সভাপতি সাদিয়া আফরিন।
বিতর্কে পক্ষ দলের সরকার প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন তাইমুন নাহার তিশা, মন্ত্রী ফারহা খানম। সংসদ সদস্য ছিলেন নাজমুল হাসান ফাহিম।
আর বিপক্ষ দলের বিরোধীদলীয় নেতা ছিলেন এনায়েত হোসেন, উপনেতা ফাহিমা সুলতানা রাতুয়া, সংসদ সদস্য ছিলেন আবদুর রহমান সাদি।
বিতর্কে পক্ষ এবং বিপক্ষ দলের আলোচনা এবং যুক্তি-তর্ক শেষে দুই দলকেই বিজয়ী ঘোষণা করেন বিচারকরা। পরে দুই দলের প্রতিনিধির হাতেই পুরস্কার তুলে দেন বিচারকরা।
মুন্সীগঞ্জ : বসুন্ধরা শুভসংঘ মুন্সীগঞ্জ জেলার সদস্যরা শহরের ডিসি পার্কে গতকাল জ্ঞানভিত্তিক সমাজ গড়ার লক্ষ্য নিয়ে পাঠচক্রে অংশগ্রহণ করেন।
পাঠচক্রে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি আবু মুহাম্মদ রুইয়াম, সহসভাপতি জান্নাতুল ফেরদৌস জুঁই, সহসভাপতি হাসানুর রহমান, সাধারণ সম্পাদক ওয়াসিউ রহমান বৃন্ত, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার রিফাত, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন শুভ, সহসাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন রিয়ন, দপ্তর সম্পাদক রিফাত হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক সাবিহা আক্তার, শিক্ষাবিষয়ক সম্পাদক জান্নাতুল মীরা প্রমুখ।
জামালগঞ্জ (সুনামগঞ্জ) : বসুন্ধরা শুভসংঘ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময়সভা হয়েছে। গতকাল জামালগঞ্জ কিন্ডারগার্ডেন মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল আহাদ, সাইফ উল্লাহ, বাপ্পী বর্মণ, আইরিন আক্তার রিপা, কাজী কামরুজ্জামান, মো. শাহীন আলম, আসাদ নুর, হোসনেয়ারা বেগম, চায়না বেগম, মমতাজ বেগম, ছাদিকুর রহমান, রবিউল আউয়াল, হায়দার আলী, তাহের আহমদ, মিনারা আক্তার, এনামুল হক, তন্দ্রা তালুকদার, কলি আক্তার, আমিনুল ইসলাম, রুবি আক্তার, মৌসুমী তালুকদার, মিনহা আক্তার তুলি, মনিরুজ্জামান, তাসলিমা মেহজাবিন, জান্নাত আক্তার, মনোয়ার হোসেন জয়, আশিক নুর, মো. মহিদুল ইসলাম, মরম আলী, জাকারিয়া, তাহসিনা জান্নাত, লাকী আক্তার, অসীম তালুকদার, তাহেরা খাতুন শাপলা আক্তার, খাদিজা আক্তার, রাহুল মিয়া, পূজা রানী দাস, সুরমা বেগম, তাসিন আলম, সুহেনা আক্তার, নুরেজা বেগম প্রমুখ।