এক দিনের অভিযানে ৯০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড। অভিযানের অংশ হিসেবে তিতাস গ্যাসের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ সংযোগের দায়ে মালিকদের তাৎক্ষণিক অর্থদণ্ড দেওয়া হয়।
গতকাল সোমবার তিতাস গ্যাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ ও উচ্ছেদ অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।