বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র তৈরির জন্য কক্সবাজার থেকে যশোর যাওয়ার পথে মাগুরায় ছয় রোহিঙ্গা নাগরিককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
গতকাল শনিবার পুলিশ সুপার মিনা মাহমুদা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিরাজুল ইসলাম।
আটক ব্যক্তিরা হলেন—কক্সবাজারের উখিয়া উপজেলার বাবুখালী রোহিঙ্গা ক্যাম্পের সানাউল্লা, লাম্বাসিয়া ক্যাম্পের মোহাম্মদ আইয়ুব, সাব ব্লক ক্যাম্পের রাজিয়া বেগম, পাঁচ নম্বর ক্যাম্পের মোহাম্মদ হারেজ, ১৭ নম্বর ক্যাাম্পের মোহাম্মদ আরজ ও ১৩ নম্বর ক্যাম্পের মোহাম্মদ এরফান।
।