ঢাকা, শনিবার ২৯ মার্চ ২০২৫
১৪ চৈত্র ১৪৩১, ২৮ রমজান ১৪৪৬

ঢাকা, শনিবার ২৯ মার্চ ২০২৫
১৪ চৈত্র ১৪৩১, ২৮ রমজান ১৪৪৬
ধূপখোলা মাঠ

নিষেধাজ্ঞা সত্ত্বেও বন্ধ হয়নি মার্কেট নির্মাণ

  • নিজেদের মাঠে এমন কর্মকাণ্ডে জবি শিক্ষার্থীদের ক্ষোভ
জহিরুল ইসলাম
জহিরুল ইসলাম
শেয়ার
নিষেধাজ্ঞা সত্ত্বেও বন্ধ হয়নি মার্কেট নির্মাণ

রাজধানী ঢাকায় এক টুকরা খেলার জায়গা পাওয়া যেন চাঁদ হাতে পাওয়া। ঘন বসতিপূর্ণ পুরান ঢাকায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আর নাগরিকদের বসবাস হলেও সেই তুলনায় খেলার মাঠ বা গণপরিসর নেই। যে দু-একটি মাঠ রয়েছে তার অন্যতম ধূপখোলা মাঠ। মাঠটি বিভিন্ন সময় বেদখল অবস্থায় থাকলেও গত ১৮ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসনকে বুঝিয়ে দেয় ঢাকা জেলা প্রশাসন।

তবে মাঠের একাংশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মার্কেট নির্মাণের কাজ এখনো বন্ধ করা হয়নি। অথচ মাঠে মার্কেটসহ সব ধরনের নির্মাণ কার্যক্রমে স্থিতাবস্থা বজায় রাখতে উচ্চ আদালতের আদেশ রয়েছে।

জানা গেছে, ঢাকা মহানগরের অন্যতম বড় ধূপখোলা খেলার মাঠটি দীর্ঘ সময় বন্ধ থাকার পর ২০২৩ সালের নভেম্বরে প্রয়োজনীয় সংস্কার শেষে জনসাধারণের জ্যন উন্মুক্ত করে ডিএসসিসি। তবে মাঠের একাংশ দখল করে মার্কেট নির্মাণের ওপর উচ্চ আদালত স্থিতাবস্থা দেন।

সে আদেশ ভঙ্গ করে নির্মাণকাজ চালু রেখেছে সংস্থাটি।

জানা গেছে, ২০২১ সালের জুনে জবির কেন্দ্রীয় এই খেলার মাঠে মার্কেট নির্মাণের উদ্যোগ নেয় ডিএসসিসি। এর পরিপ্রেক্ষিতে ১৭ জুন মাঠটিতে মার্কেট নির্মাণের শঙ্কায় ডিএসসিসিকে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে তারা ডিএসসিসির মেয়রের সঙ্গে দেখা করলে খেলার মাঠে কোনো স্থাপনা নির্মাণ না করার আশ্বাস দেওয়া হয়।

তখন খেলার মাঠ থেকে খুঁটি সরিয়ে নেওয়া হয়েছিল। তবে ওই বছরের ২ অক্টোবর গভীর রাতে আবার পুরো মাঠ ঘিরে রাখা হয়। মাঠের গোলপোস্ট ও সীমানাপ্রাচীরগুলো তুলে ফেলে সিটি করপোরেশনের ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে ২০২৩ সালের ১১ অক্টোবর ধূপখোলা মাঠটিকে আধুনিকায়ন করে উদ্বোধন করেন তৎকালীন মেয়র ফজলে নূর তাপস।

তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি করেছিল, সিটি করপোরেশনের মেয়র আশ্বাস দিলেও তাদের না জানিয়েই মাঠে খোঁড়াখুঁড়ি শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান।

কাজ বন্ধ করতে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।

জবি সূত্রে জানা গেছে, ১৯৮৪ সালে তৎকালীন রাষ্ট্রপতি শিক্ষার্থীদের খেলাধুলার নিজস্ব কোনো মাঠ না থাকায় ধূপখোলা খেলার মাঠটিকে তিন ভাগ করেন। এর মধ্যে এক ভাগ তৎকালীন সরকারি জগন্নাথ কলেজকে ব্যবহারের জন্য মৌখিকভাবে অনুমতি দেন। তখন থেকেই খেলার মাঠ হিসেবে ধূপখোলা মাঠটি ব্যবহার করছে প্রতিষ্ঠানটি।

ডিএসসিসি এলাকার বিভিন্ন অবকাঠামো নির্মাণ প্রকল্পের আওতায় ধূপখোলা মাঠের একাংশে একটি মার্কেট নির্মাণকাজ ডিএসসিসি শুরু করলে বিষয়টি নিয়ে উচ্চ আদালতে রিট করে পরিবেশবাদী সাতটি সংগঠন। সে রিটের পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের ১২ মার্চ ধূপখোলা মাঠে ডিএসসিসির মার্কেটসহ সব ধরনের নির্মাণ কার্যক্রমে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দেন উচ্চ আদালত। ধূপখোলা মাঠে ডিএসসিসির মার্কেট নির্মাণের কার্যক্রম এবং মাঠটির ধরন পরিবর্তন সংবিধান ও প্রচলিত আইন পরিপন্থী হওয়ায় কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয় রুলে।

এরপর মার্কেট নির্মাণকাজ দীর্ঘদিন বন্ধ রাখা হয়েছিল। তবে গত ডিসেম্বর থেকে মার্কেটটি আবার নির্মাণে তোড়জোড় শুরু করে ডিএসসিসি। গত বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ধূপখোলা মাঠের পশ্চিম পাশে ভবনের তিন তলার কাজ চলছে। সেখানে চার-পাঁচ জন শ্রমিক কাজ করছেন। তাঁদের দেয়ালের ইট গাঁথুনির কাজ করতে দেখা গেছে। ভবনের তিন তলা পর্যন্ত নির্মাণকাজ প্রায় শেষের দিকে। তবে কোনো তলার কাজই পুরোপুরি শেষ হয়নি।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান কালের কণ্ঠকে বলেন, প্রধান প্রকৌশলীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি, আদালতের নির্দেশনা দেওয়ার পর কাজ বন্ধ রয়েছে। সম্প্রতি কাজ চলমান দেখা গেছে জানালে তিনি বলেন, প্রকল্প পরিচালকের কাছ থেকে আরো বিস্তারিত জানতে হবে তাহলে।

শিক্ষার্থীদের ক্ষোভ : ধূপখোলা মাঠটি জবির কেন্দ্রীয় খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়। ৫.৩২ একর জায়গার মাঠটির ৪.৫০ একর জবিকে বুঝিয়ে দেওয়া হয় গত ১৮ আগস্ট। বাকি জায়গাটুকু ইস্টার্ন ক্লাবের দখলে রয়েছে। এ অংশ জবিকে বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে উচ্চ আদালতের স্থিতাবস্থা থাকার পরও মার্কেটের নির্মাণকাজ চলায় ক্ষোভে জানিয়েছেন তাঁরা। সম্প্রতি নগর ভবনে গিয়ে এ বিষয়ে তাঁদের অবস্থান জানিয়েছেন শিক্ষার্থীরা।

সাইফুল ইসলাম নামের এক শিক্ষার্থী জানান, তাঁরা নগর ভবনের দায়িত্বশীলদের বিষয়টির বিস্তারিত জানিয়েছেন। তবে উচ্চ আদালতের স্থিতাবস্থা থাকার পরও এমন কর্মকাণ্ডে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপের অপেক্ষায় আছেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

শিল্প প্রদর্শনী

শেয়ার
শিল্প প্রদর্শনী
রাজধানীর শিল্পকলা একাডেমিতে গতকাল ৯ দিনব্যাপী শিল্প প্রদর্শনী উদ্বোধনের পর ঘুরে দেখছেন দর্শনার্থীরা। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য
হা-মীম গ্রুপের জিএম হত্যা

নিহতের গাড়ি চালকসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
নিহতের গাড়ি চালকসহ গ্রেপ্তার ২

হা-মীম গ্রুপের মহাব্যবস্থাপক (জিএম) আহসান উল্লাহকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন নিহতের গাড়িচালক এবং হত্যাকাণ্ডের মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি সাইফুল ইসলাম। গ্রেপ্তার অন্যজনের নাম নুরুন্নবী। গতকাল বুধবার গাইবান্ধায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন। তিনি জানান, তাঁরা গাইবান্ধার সুন্দরগঞ্জে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মন্তব্য

স্বাধীনতা দিবসে উন্মুক্ত নৌবাহিনীর জাহাজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
স্বাধীনতা দিবসে উন্মুক্ত নৌবাহিনীর জাহাজ

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল বুধবার নৌ অঞ্চলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন নৌ অঞ্চলের মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত, দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের সব জাহাজ ও ঘাঁটিতে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ, শিশু নিকেতনে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, কুচকাওয়াজ এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিশেষায়িত স্কুল আশার আলোর শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

মন্তব্য
সংক্ষিপ্ত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

এবারও পবিত্র ঈদুল ফিতরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে বায়তুল মোকাররমের ঈদ জামাতের এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম জামাত হবে সকাল ৭টায়। দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়।

সকাল ৯টায় অনুষ্ঠিত হবে তৃতীয় জামাত। চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। পঞ্চম ও সর্বশেষ জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ