জ্বালানি উপদেষ্টা

গ্রীষ্মের তাপমাত্রার ওপর নির্ভর করবে লোডশেডিং

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
গ্রীষ্মের তাপমাত্রার ওপর নির্ভর করবে লোডশেডিং

আগামী গ্রীষ্মে গরমের মাত্রা ও বিদ্যুৎ উৎপাদনের ওপর লোডশেডিং নির্ভর করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, সরকার এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি বৃদ্ধি, ট্রান্সফরমার মেরামত এবং বিদ্যুৎ সরবরাহের উন্নয়নে কাজ করছে। বিদ্যুৎ বিতরণের ক্ষেত্রে শহর ও গ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখা হবে।

গতকাল শনিবার চট্টগ্রাম নগরীর দক্ষিণ আগ্রাবাদে আবিদারপাড়া এলাকা পরিদর্শনে গিয়ে জ্বালানি উপদেষ্টা এসব কথা বলেন।

বিদ্যুতের অপব্যবহার রোধ করতে হবে জানিয়ে ফাওজুল কবির বলেন, অবৈধ সংযোগ বন্ধ করতে হবে। এসি ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখা উচিত, যা বিদ্যুৎ সাশ্রয়ে সহায়ক হবে। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আগামী বর্ষার মধ্যে জলাবদ্ধতা হয়তো পুরোপুরি শেষ হবে না, কিন্তু উল্লেখযোগ্য উন্নতি হবে।
এটি সমাধান করতে আরো সময় লাগবে।’ তিনি বলেন, ‘চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা নিরসন প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগে দুদক (দুর্নীতি দমন কমিশন) তদন্ত করবে। আমাদের কাজ হচ্ছে জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন, সিডিএসহ অন্যান্য সংস্থাকে সহযোগিতা করা।’ ড্রেন, খাল-নালার মধ্যে প্লাস্টিক ও পলিথিন না ফেলার আহ্বান জানিয়ে ফাওজুল কবির খান বলেন, শুধু খাল খনন করলেই হবে না।
খালের পানি যাতে দূষিত না হয়, সে বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে। জনসম্পৃক্ততা তৈরি করতে হবে।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

চিরনিদ্রায় শায়িত সৈয়দ মঞ্জুর এলাহী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
চিরনিদ্রায় শায়িত সৈয়দ মঞ্জুর এলাহী
সৈয়দ মঞ্জুর এলাহীর মরদেহ বহনকারী গাড়ির কাচ নিজের পাঞ্জাবি দিয়ে মুছে দিচ্ছেন ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর। ছবি : কালের কণ্ঠ

রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অ্যাপেক্স ফুটওয়্যারের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর জোহরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বিকেল সাড়ে ৩টায় তাঁর মরদেহ বনানী কবরস্থানে স্ত্রী নিলুফার মঞ্জুরের কবরে দাফন করা হয়।

চিরনিদ্রায় শায়িত সৈয়দ মঞ্জুর এলাহীউপস্থিত আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা দাফন কাজে অংশ নেয়।

এ সময় মঞ্জুর এলাহীর ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর নিজ হাতে বাবাকে কবরে শায়িত করেন। পরিবারের অন্য সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন। পরে একে একে তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা কবরে মাটি দিয়ে মরহুমের দাফন সম্পন্ন করেন।

গতকাল সকালে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম জানাজার পর সৈয়দ মঞ্জুর এলাহীর ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, আমার বাবা এই দেশটাকে বেশি ভালোবাসতেন।

ওনার শেষ কথাগুলোর মধ্যে একটি ছিল, সবার আগে দেশ। আমার বাবা যদি কারো মনে কষ্ট দিয়ে থাকেন, তাহলে আপনারা তাঁকে ক্ষমা করে দেবেন।

তিনি বলেন, বাবা নিজেকে কখনো ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতে চাননি। তিনি বলতেন, মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের সঙ্গে থাকতে চাই।

আপনারা দোয়া করবেন, আমরা যেন ওনার সেই পথ অনুসরণ করতে পারি। আপনারা তাঁর জন্য দোয়া করবেন।

পারিবারিক সূত্র জানায়, সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় গত বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মারা যান মঞ্জুর এলাহী। তিনি বেশ কয়েক দিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। ওই দিন রাতেই তাঁর মরদেহ দেশে আনা হয়।

 

মন্তব্য

বিএসিবি সভাপতি সেলিম সম্পাদক আহসান হাবিব

শেয়ার
বিএসিবি সভাপতি সেলিম সম্পাদক আহসান হাবিব

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সার্টিফিকেশন বডিজ (বিএসিবি) কার্যকরী কমিটির ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে সেলিম-সাহেদ প্যানেল সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১টি পদে জয়লাভ করেছে। ১০ মার্চ উত্তরা ক্লাবে নির্বাচন শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার করেন আবু আব্দুল্লা। নির্বাচনে সভাপতি পদে সেলিম সাহেদ এবং সাধারণ সম্পাদক পদে মো. আহসান হাবিব জয়ী হন। সংবাদ বিজ্ঞপ্তি

মন্তব্য
কর্মশালায় বক্তারা

সিগারেট কর কাঠামো সংস্কারে রাজস্ব বাড়বে ২০ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সিগারেট কর কাঠামো সংস্কারে রাজস্ব বাড়বে ২০ হাজার কোটি টাকা

সিগারেটের চারটি মূল্যস্তর (নিম্ন, মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম) থাকায় তামাক কর ও মূল্য পদক্ষেপ সঠিকভাবে কাজ করছে না। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের সিগারেটের দাম কাছাকাছি হওয়ায় ভোক্তা যেকোনো একটি স্তরের সিগারেট বেছে নেওয়ার সুযোগ পাচ্ছে। আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সিগারেটের নিম্ন ও মধ্যম স্তরকে একত্রিত করে দাম বাড়ানো হলে দরিদ্র জনগোষ্ঠী এবং তরুণ প্রজন্ম ধূমপানে নিরুৎসাহিত হবে। একই সঙ্গে তামাক খাতে সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) কনফারেন্স রুমে অনুষ্ঠিত তামাক কর ও মূল্য পদক্ষেপ : বাজেট ২০২৫-২৬ শীর্ষক কর্মশালায় এসব তথ্য তুলে ধরেন আলোচকরা। গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) আয়োজিত কর্মশালায় প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন মিডিয়ায় কর্মরত মোট ৫০ জন সাংবাদিক অংশ নেন।

কর্মশালায় জানানো হয়, তামাকবিরোধীদের কর ও মূল্য প্রস্তাব বাস্তবায়ন করা হলে ধূমপান হ্রাস পাওয়ার পাশাপাশি ২০ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় অর্জিত হবে। একই সঙ্গে দীর্ঘ মেয়াদে প্রায় ৯ লাখ তরুণসহ মোট ১৭ লাখের অধিক মানুষের অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জনকণ্ঠের সিটি এডিটর কাওসার রহমান, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর সাজ্জাদুর রহমান, আত্মার কনভেনর লিটন হায়দার, কো-কনভেনর নাদিরা কিরণ ও মিজান চৌধুরী, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের, মো. হাসান শাহরিয়ার প্রমুখ।

 

মন্তব্য
ঢাকা সেনানিবাস

বীর মুক্তিযোদ্ধা, বিডিআর শহীদ পরিবার ও জুলাই আহতদের সম্মানে ইফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বীর মুক্তিযোদ্ধা, বিডিআর শহীদ পরিবার ও জুলাই আহতদের সম্মানে ইফতার

ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মহান স্বাধীনতাযুদ্ধের বীর সেনানী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্য এবং জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধাদের সম্মানে ইফতার ও নৈশভোজ আয়োজন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত এ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা, প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।

ইফতার ও নৈশভোজে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কর্মকর্তারা, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা এবং গণমাধ্যমের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ