গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৫.০ ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩২.০ ডিগ্রি সে.। রাজশাহী ৩৪.৬ ডিগ্রি সে.। রংপুর ২৯.৬ ডিগ্রি সে.।
গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৫.০ ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩২.০ ডিগ্রি সে.। রাজশাহী ৩৪.৬ ডিগ্রি সে.। রংপুর ২৯.৬ ডিগ্রি সে.।
গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৩.৪ ডিগ্রি সে.।
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
সূত্র : আবহাওয়া অধিদপ্তর
সম্পর্কিত খবর
বঙ্গোপসাগরে বাংলাদেশ-ভারত ‘নৌ মহড়া বঙ্গোপসাগর ২০২৫’ এবং সমন্বিত টহল অনুষ্ঠিত হয়েছে। এই মহড়ায় ভারতীয় নৌবাহিনীর আইএনএস রণবীর এবং বাংলাদেশ নৌবাহিনীর বিএনএস আবু উবাইদা অংশগ্রহণ করেছে। ঢাকার ভারতের হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বলা হয়েছে, এই সপ্তাহে বঙ্গোপসাগরে বাংলাদেশ-ভারত নৌ মহড়া অনুষ্ঠিত হয়েছে। এই মহড়ায় দুই নৌবাহিনীর মধ্যে আন্ত কার্যক্ষমতা বৃদ্ধি পেয়েছে, যা অভিন্ন সামুদ্রিক নিরাপত্তা চ্যালেঞ্জের জন্য সহযোগিতামূলক প্রতিক্রিয়া সহজতর করেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কোন কোন ব্যবসায়ীর সঙ্গে কোন কোন রাজনৈতিক দলের সম্পর্ক আছে তা সাংবাদিকরা লেখেন না। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। ডিআরইউ চত্বরে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে ডিআরইউ সদস্য ও রাজনৈতিক নেতারা অংশ নেন। মির্জা আব্বাস বলেন, ‘সাংবাদিকদের দায়দায়িত্ব অনেক বেশি।
বাজেট বরাদ্দে আগের তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এস এম এ ফায়েজ। গতকাল শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘এখন অনেক ক্রাইসিসের মধ্য দিয়ে সরকার সময় পার করছে। তার পরও যতটুকু সম্ভব আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ছাত্রদের কল্যাণে যা কিছু করার তাই করব।
দোল পূর্ণিমা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের হোলি খেলা। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠ থেকে তোলা। ছবি : কালের কণ্ঠ
।