ভারতীয় গণমাধ্যম সব সময় বাংলাদেশবিরোধী অপপ্রচারে লিপ্ত থাকে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, একটি সংঘবদ্ধ গোষ্ঠী নানা অসিলা দিয়ে দেশের পরিস্থিতি অস্বাভাবিক এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকাল বুধবার সকালে রাজধানী ঢাকার শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে জয়নুল আবদিন ফারুক এ কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি হুমায়ুন কবীর বেপারীসহ নেতাকর্মীদের নিয়ে জিয়ার কবরে এই শ্রদ্ধা জানান তিনি।