বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা এখন একটা অত্যন্ত কঠিন সময় অতিক্রান্ত করছি। শুধু অলীক ধারণা, বিভিন্ন ইউটিউবিয়ান চিন্তা থেকে চিন্তা-ভাবনা করলেই সমস্যার সমাধান করা যাবে না। আবেগ দিয়ে চিন্তা-ভাবনা করলে সমস্যা সমাধান করা যাবে না। এখন সমস্যা সমাধানের জন্য অত্যন্ত দ্রুত নির্বাচন অনুষ্ঠান দরকার।
’
গতকাল শুক্রবার রাজধানীর ইস্কাটনে ঢাকা লেডিস ক্লাবে ইফতার মাহফিলে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিশিষ্ট নাগরিক ও পেশাজীবী নেতাদের সম্মানে এই আয়োজন করে বিএনপি। মির্জা ফখরুল বলেন, ‘আমাদের বাস্তববাদী ও ভবিষ্যতের কথা চিন্তা করে পরিবর্তনকে সামনে নিয়ে, একটা নতুন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে। নতুন একটা গণতান্ত্রিক পার্লামেন্ট ও সরকার গঠিত হবে, সেই প্রত্যাশা নিয়ে জনগণ অপেক্ষা করছে।
এই সময়ে আমরা যারা রাজনীতি করছি, বিভিন্ন পেশাতে, সরকার অথবা জনগণের সঙ্গে সম্পৃক্ত আছি, সবাই এমনভাবে কথা বলব, কাজ করব, তা যেন গণতন্ত্রের উত্তরণের পথকে সুযোগ করে দেয়।’
তিনি বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (তারেক রহমান) বারবার বলছেন, আমরা যেন আমাদের পথকে ভুলে না যাই। এমন কোনো ব্যবস্থা না নেই, যা আমাদের ক্ষতিগ্রস্ত করে। বিশেষ করে উনি গত পরশু যে বক্তব্য দিয়েছেন—বাংলাদেশে উগ্রবাদের যে সূচনা হচ্ছে, পথ দেখা যাচ্ছে, এই ধরনের কোনো উগ্রবাদ আমাদের গণতান্ত্রিক পথকে সম্পূর্ণ বিঘ্নিত করবে।
আমরা যেন সেই পথে কোনোমতেই এগিয়ে না যাই।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম ফায়েজ, অধ্যাপক মাহবুব উল্লাহ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, অধ্যাপক সুকোমল বড়ুয়া, নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি ইলিয়াস কাঞ্চন, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, জ্যেষ্ঠ সাংবাদিক এম এ আজিজ ও সৈয়দ আবদাল আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, বরকতউল্লা বুলু, আবদুস সালাম পিন্টু, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা এ এম আবদুল হালিম প্রমুখ।
জঘন্যতম অপরাধ : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সেনাদের হামলায় অসংখ্য মানুষ হতাহতের ঘটনায় নিন্দা, প্রতিবাদ ও শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, পবিত্র রমজান মাসেও ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর নিষ্ঠুর বর্বরতা চলছে। গাজা উপত্যকাকে বধ্যভূমিতে পরিণত করা হচ্ছে।
যুদ্ধবিরতির পরও নতুন করে এই হামলা বেআইনি ও মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। এই আগ্রাসন ফিলিস্তিন জাতিকে নিশ্চিহ্ন করার একটি সুপরিকল্পিত মাস্টারপ্ল্যান।