আত্মসমর্পণ করা ১২৭ জলদস্যুকে ঈদসামগ্রী বিতরণ র‌্যাবের

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
আত্মসমর্পণ করা ১২৭ জলদস্যুকে ঈদসামগ্রী বিতরণ র‌্যাবের

কক্সবাজার জেলার মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া ও চট্টগ্রামের বাঁশখালী উপকূলের ১২৭ জন জলদস্যু নিজেদের জীবনমান সুন্দর করার লক্ষ্যে গত ২০১৮, ২০২০ এবং ২০২৪ সালে র‌্যাব-৭-এর কাছে আত্মসর্মপণ করেছিল। তাদের মধ্যে বাঁশখালী উপজেলা পরিষদ হলরুমে গতকাল রবিবার ঈদ সামগ্রী বিতরণ করেছে র‌্যাব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান, উপপরিচালক মেজর মোহাম্মদ সাদমান সাকিব, মিডিয়া অফিসার ও সিনিয়র সরকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন, বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম, বাঁশখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, মীর আকমল হোসেন, আত্মসমর্পণকারী আব্দুল হাকিম বাইশ্যা, আনোয়ার হোসেন, রহিমা বেগম ও আব্দুল গফুর।

সাগর ও উপকূলের সাবেক জলদুস্য সম্রাজ্ঞী খ্যাত রহিমা বেগম বলেন, অনেক মামলার আসামি হয়েছি।

মামলাগুলো এখনো চলমান রয়েছে। তবে স্বাভাবিক জীবনে ফিরতে পেরে ভালো লাগছে।

লে. কর্নেল হাফিজুর রহমান বলেন, আত্মসমর্পণের পর থেকে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানসহ বিভিন্ন সময় তাদের ঈদের উপহার সামগ্রী ও প্রণোদনা প্রদান করে আসছে র‌্যাব।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

সোনার দাম ভরিতে ১১৫৫ টাকা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সোনার দাম ভরিতে ১১৫৫ টাকা বেড়েছে

দেশের বাজারে সোনার দাম আরো বেড়েছে। নতুন করে প্রতি ভরিতে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম এক হাজার ১৫৫ টাকা বেড়ে এক লাখ ৫৬ হাজার ৯৯ টাকা হয়েছে। আজ বুধবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে। গতকাল মঙ্গলবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ মূল্যবৃদ্ধির তথ্য জানায়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বেড়েছে। এতে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৪৮ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ২৭ হাজার ৭০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ পাঁচ হাজার ৩০২ টাকা নির্ধারণ করা হয়েছে। অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৫৭৮ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৪৪৯ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ১১১ টাকা নির্ধারণ করা হয়।

মন্তব্য
সংক্ষিপ্ত

স্বাধীনতা দিবস উপলক্ষে আজ জামায়াতের আলোচনাসভা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
স্বাধীনতা দিবস উপলক্ষে আজ জামায়াতের আলোচনাসভা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আজ বুধবার সকাল ১১টায় আলোচনাসভার আয়োজন করা হয়েছে। সভাটি দলটির মহানগরী দক্ষিণ কার্যালয় ঢাকায় অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনাসভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগরী দক্ষিণের শীর্ষ নেতারা অংশগ্রহণ করবেন এবং স্বাধীনতার তাৎপর্য, জাতীয় রাজনীতি ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে। এর আগে গত সোমবার এক বিবৃতিতে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মন্তব্য

জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাসংক্রান্ত ওয়েবসাইটের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাসংক্রান্ত ওয়েবসাইটের উদ্বোধন

জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহসংক্রান্ত ওয়েবসাইটের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। গতকাল মঙ্গলবার বিকেলে সচিবালয়ের তথ্য অধিদপ্তরে (পিআইডি) এই ওয়েবসাইটের (inauguration.julyuprising.com)  উদ্বোধন করা হয়। তথ্য অধিদপ্তরের উদ্যোগে ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, সংবাদপত্রে প্রকাশিত জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ সময়ানুক্রমিকভাবে এই ওয়েবসাইটে উপস্থাপিত হয়েছে।

ওয়েবসাইট তৈরির সঙ্গে সংশ্লিষ্ট তথ্য অধিদপ্তরের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই ওয়েবসাইট থেকে গণ-অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

মন্তব্য

‘আওয়ামী লীগ’ ইসিতে নিবন্ধন চায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
‘আওয়ামী লীগ’ ইসিতে নিবন্ধন চায়

আওয়ামী লীগ নামে নতুন একটি দল নিবন্ধন পেতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন করেছে। নতুন এই দলের সভাপতি উজ্জ্বল রায় দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম নরেশ চন্দ্র রায়, মায়ের নাম পারুল রায়। আবেদনপত্রে এই পরিচয়ই দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সচিবের কাছে করা আবেদনে উজ্জ্বল রায় উল্লেখ করেন, দলটির কেন্দ্রীয় কমিটি গঠন হয়েছে গত ২৪ মার্চ এবং এই কমিটির মেয়াদ শেষ ২০ এপ্রিল। কোন বছরের ২০ এপ্রিল তা উল্লেখ করা হয়নি। দলের প্রতীক চাওয়া হয়েছে নৌকা বা ইলিশ। দলের প্রধান কার্যালয়ের ঠিকানা বঙ্গবন্ধু এভিনিউ।

তবে এই বঙ্গবন্ধু এভিনিউ ঢাকার কি না এবং কত নম্বর রোডে ও বাড়িতে এই কার্যালয় তা উল্লেখ করা হয়নি। আবেদনপত্রে যে দুটি মোবাইল ফোন নম্বর দেওয়া হয়েছে, তাও ভুল বলে জানা যায়।

গত সোমবার আবেদনপত্র জমা দেওয়ার পর উজ্জ্বল রায় সংশ্লিষ্ট একজন নির্বাচন কর্মকর্তাকে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফুলবাড়ী-পার্বতীপুর নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনে আমি প্রার্থী হতে চাই। আগে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম।

দেখা পাইনি। তাঁর দেখা পেলে এলাকার সমস্যাগুলোর সমাধান হতো।

মন্তব্য

সর্বশেষ সংবাদ