কক্সবাজার জেলার মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া ও চট্টগ্রামের বাঁশখালী উপকূলের ১২৭ জন জলদস্যু নিজেদের জীবনমান সুন্দর করার লক্ষ্যে গত ২০১৮, ২০২০ এবং ২০২৪ সালে র্যাব-৭-এর কাছে আত্মসর্মপণ করেছিল। তাদের মধ্যে বাঁশখালী উপজেলা পরিষদ হলরুমে গতকাল রবিবার ঈদ সামগ্রী বিতরণ করেছে র্যাব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম র্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান, উপপরিচালক মেজর মোহাম্মদ সাদমান সাকিব, মিডিয়া অফিসার ও সিনিয়র সরকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন, বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম, বাঁশখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, মীর আকমল হোসেন, আত্মসমর্পণকারী আব্দুল হাকিম বাইশ্যা, আনোয়ার হোসেন, রহিমা বেগম ও আব্দুল গফুর।
সাগর ও উপকূলের সাবেক জলদুস্য সম্রাজ্ঞী খ্যাত রহিমা বেগম বলেন, ‘অনেক মামলার আসামি হয়েছি।