শুভ কাজে সবার পাশে

ঈশ্বরগঞ্জে এতিম ছাত্রদের সঙ্গে বসুন্ধরা শুভসংঘের ইফতার

  • চট্টগ্রামে ট্রাফিক পুলিশ সদস্যদের ছাতা উপহার
  • গণ বিশ্ববিদ্যালয়ে প্রহরীদের ঈদ উপহার
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ঈশ্বরগঞ্জে এতিম ছাত্রদের সঙ্গে বসুন্ধরা শুভসংঘের ইফতার
বসুন্ধরা শুভসংঘ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গতকাল মারেফাতুল উলুম এতিমখানা মাদরাসার এতিম শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়। ছবি : কালের কণ্ঠ

বসুন্ধরা শুভসংঘ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলার মারেফাতুল উলুম এতিমখানা মাদরাসার এতিম শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়। সংগঠনের উদ্যোগে চট্টগ্রামে ট্রাফিক পুলিশ সদস্যদের ছাতা এবং গণ বিশ্ববিদ্যালয়ে প্রহরীদের মধ্যে ঈদসামগ্রী উপহার দেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :

বসুন্ধরাময়মনসিংহ : বসুন্ধরা শুভসংঘ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন করেছে। গতকাল রবিবার উপজেলার মারেফাতুল উলুম এতিমখানা মাদরাসার এতিম শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে এই ইফতারের আয়োজন করা হয়।

বসুন্ধরা শুভসংঘ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আহসানুর হক দিদারের সভাপতিত্বে মাদরাসার বড় হুজুর খলিলুর রহমান, উপজেলা শুভসংঘের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ শাকিল, প্রচার সম্পাদক মোস্তফা আমীর ফয়সল, ক্রীড়া সম্পাদক রাসেল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক জাহিদ, সহসাংগঠনিক সম্পাদক সায়মন আহম্মেদ, শিক্ষাবিষয়ক সম্পাদক রাকিব হাসান, সিরাজুল ইসলাম প্রমুখ অংশ নেন।

চট্টগ্রাম : চট্টগ্রাম শাহ আমানত সেতু এলাকা। গ্রীষ্ম তার আগমনী বার্তা দেওয়া শুরু করেছে মাত্র। এ সময় তীব্র গরম উপেক্ষা করে রাস্তায় সেবা দিয়ে যাচ্ছেন পুলিশ সদস্য মুবিনসহ অন্যরা।

বসুন্ধরা শুভসংঘ চট্টগ্রাম শাখার উদ্যোগে ট্রাফিক পুলিশ সদস্যদের মধ্যে ছাতা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বৃহত্তর চট্টগ্রাম শাখার সভাপতি এস এম এ জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো. আলী, সদস্য আমীর খসরু প্রমুখ।

বসুন্ধরা শুভসংঘ বৃহত্তর চট্টগ্রাম শাখার সভাপতি এস এম এ জুয়েল বলেন, বসুন্ধরা শুভসংঘের উপহার নিয়ে তাদের পাশে দাঁড়াতে পেরে নিজের কাছে খুব ভালো লাগছে। ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করা খুব কষ্টসাধ্য একটা কাজ।

সেতু এলাকার মোড়ে প্রতিনিয়ত গাড়ির তীব্র যানযট থাকে, তাদের বসার কোনো সুযোগ নেই। তাদের এই কষ্টে একটু পাশে দাঁড়ানো।

ঢাকা : ঈদ মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব। সবাই যখন পরিবার ও প্রিয়জনদের সঙ্গে উৎসব আনন্দে মেতে ওঠে, তখনো বিভিন্ন স্থানে কিছু মানুষ দায়িত্ব পালন করেন। তাদের কখনো স্বেচ্ছায়, কখনো বা বাধ্য হয়ে কাজ করতে হয়।

তাই ঈদ আনন্দ থেকে এসব মানুষকে বঞ্চিত থাকতে হয়। বিশেষ করে নৈশপ্রহরীরা দিনরাত নিরাপত্তা নিশ্চিতে কাজ করেন। এই বিষয়টি চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের নৈশপ্রহরীদের ঈদ উপহার দেয় বসুন্ধরা শুভসংঘ গণ বিশ্ববিদ্যালয় শাখা। গত শনিবার সন্ধ্যায় তাঁদের হাতে এই ঈদ উপহার সামগ্রী তুলে দেন শুভসংঘের বন্ধুরা। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গণ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. ফয়সাল আহমেদ, সহসভাপতি আশরাফুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক ইমামুল হোসাইন আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ ইসলাম ফাহিম, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান, দপ্তর সম্পাদক নাঈম হাসান প্রমুখ।

মন্তব্য

সম্পর্কিত খবর

সোনার দাম ভরিতে ১১৫৫ টাকা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সোনার দাম ভরিতে ১১৫৫ টাকা বেড়েছে

দেশের বাজারে সোনার দাম আরো বেড়েছে। নতুন করে প্রতি ভরিতে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম এক হাজার ১৫৫ টাকা বেড়ে এক লাখ ৫৬ হাজার ৯৯ টাকা হয়েছে। আজ বুধবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে। গতকাল মঙ্গলবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ মূল্যবৃদ্ধির তথ্য জানায়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বেড়েছে। এতে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৪৮ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ২৭ হাজার ৭০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ পাঁচ হাজার ৩০২ টাকা নির্ধারণ করা হয়েছে। অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৫৭৮ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৪৪৯ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ১১১ টাকা নির্ধারণ করা হয়।

মন্তব্য
সংক্ষিপ্ত

স্বাধীনতা দিবস উপলক্ষে আজ জামায়াতের আলোচনাসভা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
স্বাধীনতা দিবস উপলক্ষে আজ জামায়াতের আলোচনাসভা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আজ বুধবার সকাল ১১টায় আলোচনাসভার আয়োজন করা হয়েছে। সভাটি দলটির মহানগরী দক্ষিণ কার্যালয় ঢাকায় অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনাসভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগরী দক্ষিণের শীর্ষ নেতারা অংশগ্রহণ করবেন এবং স্বাধীনতার তাৎপর্য, জাতীয় রাজনীতি ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে। এর আগে গত সোমবার এক বিবৃতিতে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মন্তব্য

জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাসংক্রান্ত ওয়েবসাইটের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাসংক্রান্ত ওয়েবসাইটের উদ্বোধন

জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহসংক্রান্ত ওয়েবসাইটের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। গতকাল মঙ্গলবার বিকেলে সচিবালয়ের তথ্য অধিদপ্তরে (পিআইডি) এই ওয়েবসাইটের (inauguration.julyuprising.com)  উদ্বোধন করা হয়। তথ্য অধিদপ্তরের উদ্যোগে ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, সংবাদপত্রে প্রকাশিত জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ সময়ানুক্রমিকভাবে এই ওয়েবসাইটে উপস্থাপিত হয়েছে।

ওয়েবসাইট তৈরির সঙ্গে সংশ্লিষ্ট তথ্য অধিদপ্তরের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই ওয়েবসাইট থেকে গণ-অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

মন্তব্য

‘আওয়ামী লীগ’ ইসিতে নিবন্ধন চায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
‘আওয়ামী লীগ’ ইসিতে নিবন্ধন চায়

আওয়ামী লীগ নামে নতুন একটি দল নিবন্ধন পেতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন করেছে। নতুন এই দলের সভাপতি উজ্জ্বল রায় দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম নরেশ চন্দ্র রায়, মায়ের নাম পারুল রায়। আবেদনপত্রে এই পরিচয়ই দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সচিবের কাছে করা আবেদনে উজ্জ্বল রায় উল্লেখ করেন, দলটির কেন্দ্রীয় কমিটি গঠন হয়েছে গত ২৪ মার্চ এবং এই কমিটির মেয়াদ শেষ ২০ এপ্রিল। কোন বছরের ২০ এপ্রিল তা উল্লেখ করা হয়নি। দলের প্রতীক চাওয়া হয়েছে নৌকা বা ইলিশ। দলের প্রধান কার্যালয়ের ঠিকানা বঙ্গবন্ধু এভিনিউ।

তবে এই বঙ্গবন্ধু এভিনিউ ঢাকার কি না এবং কত নম্বর রোডে ও বাড়িতে এই কার্যালয় তা উল্লেখ করা হয়নি। আবেদনপত্রে যে দুটি মোবাইল ফোন নম্বর দেওয়া হয়েছে, তাও ভুল বলে জানা যায়।

গত সোমবার আবেদনপত্র জমা দেওয়ার পর উজ্জ্বল রায় সংশ্লিষ্ট একজন নির্বাচন কর্মকর্তাকে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফুলবাড়ী-পার্বতীপুর নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনে আমি প্রার্থী হতে চাই। আগে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম।

দেখা পাইনি। তাঁর দেখা পেলে এলাকার সমস্যাগুলোর সমাধান হতো।

মন্তব্য

সর্বশেষ সংবাদ