বসুন্ধরা শুভসংঘ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলার মারেফাতুল উলুম এতিমখানা মাদরাসার এতিম শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়। সংগঠনের উদ্যোগে চট্টগ্রামে ট্রাফিক পুলিশ সদস্যদের ছাতা এবং গণ বিশ্ববিদ্যালয়ে প্রহরীদের মধ্যে ঈদসামগ্রী উপহার দেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :
ময়মনসিংহ : বসুন্ধরা শুভসংঘ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন করেছে। গতকাল রবিবার উপজেলার মারেফাতুল উলুম এতিমখানা মাদরাসার এতিম শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে এই ইফতারের আয়োজন করা হয়।
বসুন্ধরা শুভসংঘ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আহসানুর হক দিদারের সভাপতিত্বে মাদরাসার বড় হুজুর খলিলুর রহমান, উপজেলা শুভসংঘের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ শাকিল, প্রচার সম্পাদক মোস্তফা আমীর ফয়সল, ক্রীড়া সম্পাদক রাসেল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক জাহিদ, সহসাংগঠনিক সম্পাদক সায়মন আহম্মেদ, শিক্ষাবিষয়ক সম্পাদক রাকিব হাসান, সিরাজুল ইসলাম প্রমুখ অংশ নেন।
চট্টগ্রাম : চট্টগ্রাম শাহ আমানত সেতু এলাকা। গ্রীষ্ম তার আগমনী বার্তা দেওয়া শুরু করেছে মাত্র। এ সময় তীব্র গরম উপেক্ষা করে রাস্তায় সেবা দিয়ে যাচ্ছেন পুলিশ সদস্য মুবিনসহ অন্যরা।
বসুন্ধরা শুভসংঘ চট্টগ্রাম শাখার উদ্যোগে ট্রাফিক পুলিশ সদস্যদের মধ্যে ছাতা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বৃহত্তর চট্টগ্রাম শাখার সভাপতি এস এম এ জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো. আলী, সদস্য আমীর খসরু প্রমুখ।
বসুন্ধরা শুভসংঘ বৃহত্তর চট্টগ্রাম শাখার সভাপতি এস এম এ জুয়েল বলেন, বসুন্ধরা শুভসংঘের উপহার নিয়ে তাদের পাশে দাঁড়াতে পেরে নিজের কাছে খুব ভালো লাগছে। ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করা খুব কষ্টসাধ্য একটা কাজ।
সেতু এলাকার মোড়ে প্রতিনিয়ত গাড়ির তীব্র যানযট থাকে, তাদের বসার কোনো সুযোগ নেই। তাদের এই কষ্টে একটু পাশে দাঁড়ানো।
ঢাকা : ঈদ মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব। সবাই যখন পরিবার ও প্রিয়জনদের সঙ্গে উৎসব আনন্দে মেতে ওঠে, তখনো বিভিন্ন স্থানে কিছু মানুষ দায়িত্ব পালন করেন। তাদের কখনো স্বেচ্ছায়, কখনো বা বাধ্য হয়ে কাজ করতে হয়।
তাই ঈদ আনন্দ থেকে এসব মানুষকে বঞ্চিত থাকতে হয়। বিশেষ করে নৈশপ্রহরীরা দিনরাত নিরাপত্তা নিশ্চিতে কাজ করেন। এই বিষয়টি চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের নৈশপ্রহরীদের ঈদ উপহার দেয় বসুন্ধরা শুভসংঘ গণ বিশ্ববিদ্যালয় শাখা। গত শনিবার সন্ধ্যায় তাঁদের হাতে এই ঈদ উপহার সামগ্রী তুলে দেন শুভসংঘের বন্ধুরা। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গণ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. ফয়সাল আহমেদ, সহসভাপতি আশরাফুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক ইমামুল হোসাইন আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ ইসলাম ফাহিম, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান, দপ্তর সম্পাদক নাঈম হাসান প্রমুখ।