চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোড চন্দনপুরা অংশে প্রাইভেট কার ধাওয়া করে জোড়া খুনের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদকে (ছোট সাজ্জাদ) গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার দুই আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। গতকাল রবিবার চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালত এই আদেশ দিয়েছেন। রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন মো. বেলাল ও মানিক।
চট্টগ্রাম বাকলিয়া থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাকলিয়া থানায় জোড়া খুনের মামলায় কারবন্দি সাজ্জাদকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় আদালতে। আদালত তা মঞ্জুর করেছেন। একই সঙ্গে জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার মো. বেলাল ও মানিককে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।
আদালত শুনানি শেষে দুজনকে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত ৩০ মার্চ ভোরে বাকলিয়া এক্সেস রোডের চন্দনপুরা অংশে প্রাইভেট কারে গুলি করে বখতিয়ার হোসেন মানিক ও মো. আবদুল্লাহ নামে দুজনকে খুন করা হয়। হত্যাকাণ্ডের তিন দিন পর শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তাঁর স্ত্রীসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ছয়জনকে আসামি দিয়ে বাকলিয়া থানায় একটি মামলা করেন মানিকের মা ফিরোজা বেগম।