মানিকগঞ্জে গত শুক্রবার উদ্ধারকৃত কার্টনবন্দি নারীর মরদেহের পরিচয় উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো এই হত্যা রহস্য উদঘাটন হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম। তিনি জানান, ওই নারীর নাম বিউটি গোস্বামী।
মানিকগঞ্জে গত শুক্রবার উদ্ধারকৃত কার্টনবন্দি নারীর মরদেহের পরিচয় উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো এই হত্যা রহস্য উদঘাটন হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম। তিনি জানান, ওই নারীর নাম বিউটি গোস্বামী।
সম্পর্কিত খবর
‘মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা-২০০৯’ সংশোধন করেছে সরকার। এর মধ্য দিয়ে এখন থেকে অনলাইনেও বিয়ে ও তালাক নিবন্ধন করা যাবে। তবে বর্তমানে প্রচলিত পদ্ধতিও বহাল থাকবে। বিধিমালা সংশোধন করে সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরে র্যালি করবে বিএনপি। গতকাল বুধবার দলটির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকেল ৪টায় শুরু হয়ে র্যালিটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে।
।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন ২০২৫ সালের আলিম পরীক্ষা শুরু হবে আগামী ২৬ জুন, যা ১২ আগস্ট শেষ হবে। গতকাল বুধবার মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই সূচি প্রকাশ করা হয়। প্রথম দিন কোরআন মাজিদ বিষয়ের পরীক্ষা হবে। আর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র দিয়ে শেষ হবে।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার দেশে বৃষ্টি কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে কিছুটা কমতে পারে দিনের তাপমাত্রা। সেই সঙ্গে তাপপ্রবাহের এলাকাও কমতে পারে। আগামী শনিবার থেকে আবার বৃষ্টি কমে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।