সামর্থ্যের সবটুকু দিয়ে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের আওয়াজ তুলতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। গতকাল সোমবার বিকেলে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস হামলা এবং ভারতের ওয়াক্ফ সংশোধনী বিলের প্রতিবাদে এই সমাবেশ ও মিছিল করে এনসিপি। সমাবেশ শেষে মিছিলটি জাদুঘরের সামনে থেকে বাংলামোটর গিয়ে শেষ হয়।