<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চার কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে মেহেরপুরের গাংনী উপজেলার যুগিন্দা-কচুইখালী সেতুর নির্মাণকাজ শেষ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে ২০ গ্রামের কয়েক লাখ মানুষ। ঠিকাদারি প্রতিষ্ঠান মাত্র ২০ ভাগ কাজ করে দীর্ঘদিন কাজ বন্ধ রেখেছিল। পরে অন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে কাজটি বিক্রি করে দিয়েছে। নতুন প্রতিষ্ঠান কাজটি শুরু করলেও এরই মধ্যে দুই বছরের বেশি সময় পার হয়েছে।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে বিশ্বব্যাংকের অর্থায়নে অনূর্ধ্ব ১০০ মিটার ব্রিজ প্রকল্পের অধীনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ৬৩ মিটার ব্রিজ নির্মাণের কাজ পায় কামার জনি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সে অনুযায়ী গাংনীর যুগিন্দা-কচুইখালী রাস্তার ছেউটিয়া খালের ওপর ব্রিজের নির্মাণকাজ শুরু হয় ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে। যার প্রাক্কলিত ব্যয় ধরা হয় চার কোটি ৭১ লাখ টাকা। ওই প্রতিষ্ঠান সামান্য কাজ করে তা আরেকটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেয়। নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেছে। আগামী ছয় মাসের মধ্যে তারা কাজ শেষ করবে বলে জানিয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয়রা জানায়, মাত্র কয়েকজন শ্রমিক দিয়ে কাজ করায় ২০ শতাংশ কাজ শেষ হয়েছে। পুরনো ব্রিজটি অকেজো ও চলাচলের অযোগ্য হওয়ায় ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও তা ভেস্তে গেছে। ওই ব্রিজের ওপর দিয়ে অন্তত ২০ গ্রামের কয়েক লাখ মানুষ চলাচল করে। এদের মধ্যে বেশির ভাগই রয়েছেন শিক্ষক-শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ী।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুগিন্দা গ্রামের ব্যবসায়ী মফিজুল ইসলাম জানান, ব্রিজটি না হওয়ায় এলাকার মানুষের নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও কৃষি পণ্য পরিবহনে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্রিজ নির্মাণ ধীরগতি ও বন্ধের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার সনজয় আলী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুই মাস আগে আমরা কাজটি কিনে নিয়েছি। কেনার পর কাজ শুরু করেছি। এলজিইডি ছয় মাস সময় দিয়েছে, আমরা এই সময়ের মধ্যে কাজ শেষ করতে পারব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাংনী উপজেলা এলজিইডি প্রকৌশলী ফয়সাল হোসেন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেছে। বর্ধিত মেয়াদের মধ্যে কাজ শেষ হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>