<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বগুড়ায় শহীদদের নাম-ঠিকানা সংবলিত স্মৃতিফলক উন্মোচন করেছে জাস্টিস ফর জুলাই পরিষদ। স্মৃতিফলকে প্রাথমিকভাবে ১৯ জন শহীদের নাম স্থান পেয়েছে। ভবিষ্যতে যাচাই-বাছাই করে আরো নাম যুক্ত করা হবে। সোমবার শহরের প্রাণকেন্দ্র সাতমাথা মুক্তমঞ্চের পাশে এই স্মৃতিফলক উন্মোচন করা হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত বগুড়াভিত্তিক ছাত্র-নেতৃত্বাধীন সংগঠন জাস্টিস ফর জুলাই শহীদদের স্মরণে এই নামফলকটি উন্মোচন করে। এ তালিকায় শিশু-কিশোর আছেন চারজন। তাঁদের মধ্যে বগুড়ায় মারা গেছেন প্রায় ১৬ জন। অন্য তিনজন মারা গেছেন ঢাকা ও সাভারে। জাস্টিস ফর জুলাই বগুড়া জেলা শাখার সদস্যসচিব এএমজেড শাহরিয়ার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের নাম সংগ্রহ অব্যাহত রেখেছি। আমরা নতুন কোনো নাম পেলেই তা ফলকে অন্তর্ভুক্ত করব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তিনি আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গণহত্যার সঙ্গে জড়িত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সব অপরাধীর বিচার দ্রুত করতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আর অবিলম্বে শহীদ ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা এবং আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>