<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নওগাঁর নিয়ামতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শহীদ রায়হান আলীর লাশ দাফনের ১৩৩ দিন পর ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে গতকাল রবিবার সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পানিশাইল গ্রামের তাদের পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। এ সময় নিয়ামতপুর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম মামলার তদন্ত কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য এবং নিহতের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। নিহতের পরিবার জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই দুপুরে গুলিবিদ্ধ হন রায়হান। স্থানীয়রা তাকে উদ্ধার করে সরকারি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল, গাজীপুর নিয়ে যায়। সেখানে রায়হানের মৃত্যু হলে সেদিন রাতেই মরদেহ নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার পানিশাইল গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শহীদ রায়হানের বাবা মামুন সরদার গত ১০ অক্টোবর ঢাকার গাছা থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>