<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নওগাঁর রানীনগরে রেললাইন থেকে কোহেলী আক্তার (১০) নামের এক শিশু এবং তার বাবা বাকপ্রতিবন্ধী কোরবান আলীর (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার চকের ব্রিজ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্বজনরা বলছেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে হয়তো তারা আত্মহত্যা করেছেন। কোরবান আলী উপজেলার দক্ষিণ রাজাপুর মৎস্যজীবীপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোরবান আলীর ভাতিজা আব্দুল মমিন জানান, পারিবারিক দ্বন্দ্বের কারণে কোরবান আলীর স্ত্রী রবিবার বাবার বাড়িতে চলে যায়। এর পর থেকে চাচা কোরবান আলী হতাশাগ্রস্ত হয়ে পড়েন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হয়তো পারিবারিক হতাশার কারণেই কোরবান আলী মেয়ে কোহেলীকে সঙ্গে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>