<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এক কিশোরীকে চার মাস আগে অপহরণের পর ধর্ষণ ও অমানবিক নির্যাতন করে বাড়ির সামনে সড়কে ফেলে রেখে যায় বখাটে। সেখান থেকে উদ্ধার করে চিকিৎসা শেষে বাড়িতে রাখলে মৃত্যুযন্ত্রণায় ভুগতে থাকা ওই কিশোরী গত সোমবার মারা যায়। গতকাল মঙ্গলবার এ ঘটনার বিচারের দাবিতে ময়মনসিংহের নান্দাইল-হোসেনপুর সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। জানা যায়, নান্দাইল উপজেলার নারায়ণপুর গ্রামের ওই কিশোরী স্থানীয় বাকচান্দা ফাজিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। পাশেই বাকচান্দা আব্দুস সামাদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র পাশের কচুরী গ্রামের হানিফ মিয়ার ছেলে হোসাইন (১৯) তাকে প্রেম নিবেদনের পর ব্যর্থ হয়ে তুলে নিয়ে যায় ১ জুন। এ অবস্থায় চার মাস অজ্ঞাত স্থানে রেখে পাশবিক নির্যাতন চালানো হয়। পরে ৬ সেপ্টেম্বর ওই কিশোরীকে ফেলে রেখে যায় বাড়ির সামনে। সেখান থেকে ময়মনসিংহ ও পরে ঢাকার আগারগাঁও চক্ষু হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসার সময় ক্ষতিগ্রস্ত ডান চোখটি ওঠানো হয়। এ অবস্থাতেই বাড়িতেই অবস্থান করছিল ওই কিশোরী।</span></span></span></span></span></p>