<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী ইউনিয়নসহ আশপাশের কয়েকটি এলাকায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে চর এলাকাবাসী। মানববন্ধন শেষে নদীভাঙন থেকে রক্ষা ও দ্রুত বালু উত্তোলন বন্ধের জোর দাবি জানিয়ে জেলা প্রশাসককে স্মারকলিপি পেশ করা হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টায় শহরের উপজেলা মোড় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন পেশার কয়েক শ লোক অংশ নেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মানববন্ধনকারীরা জানান, সদর উপজেলার নজরপুর ইউনিয়নের দিলারপুর মৌজায় মেঘনা নদীতে বালুমহাল ইজারা দেওয়া হয়েছে। কিন্তু ইজারাকৃত বালুমহাল থেকে প্রায় ৫-৭ কিলোমিটার পূর্ব দিকে আলোকবালী মৌজায় প্রায় ১৫-২০ দিন ধরে অবৈধভাবে দিনরাত ১০-১২টি অবৈধ চুম্বক ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে আবদুল কাইয়ুম নামের একজন। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। সে অবৈধ আগ্নেয়াস্ত্রে সজ্জিত সন্ত্রাসী বাহিনী দিয়ে নদীর পারের সাধারণ মানুষের ফসলি জমিও কেটে নিচ্ছে।</span></span></span></span></span></p>