<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজবাড়ীতে তীব্র শীতে চরম দুর্ভোগে রয়েছে ভাঙনের শিকার এবং রেলস্টেশন ও সড়কের পাশে বসবাসকারী হতদরিদ্ররা। এ পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তাঁর প্রচেষ্টায় মন্ত্রণালয় থেকে রাজবাড়ীর জন্য এসেছে বিশেষ বরাদ্দ। গত বুধবার রাত থেকে ওই কম্বল বিতরণ শুরু করেছেন জেলা প্রশাসক। এতে সাড়ে তিন থেকে চার হাজার দরিদ্র পরিবার পাচ্ছে কম্বল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জেলা প্রশাসক রাজবাড়ীর বরাট খারঘুনা ও লক্ষ্মীকোল রাজারবাড়ী এলাকায় সংখ্যালঘু বাগদী সম্প্রদায়, পশ্চিম উড়াকান্দায় দেওয়ানবাড়ী নদীভাঙন এলাকায় এবং রাজবাড়ী রেলস্টেশন ও সড়কে গৃহহীন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জ্যোতিশ্বর পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তারিফ-উল-হাসান, রাজবাড়ী সদর ইউএনও মারিয়া হক প্রমুখ।</span></span></span></span></span></p>