<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২৫ সালের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন তাসকীন আহমেদ। বর্তমানে তিনি ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে ঊর্ধ্বতন সহসভাপতি হিসেবে রাজীব এইচ চৌধুরী এবং সহসভাপতি হিসেবে মো. সালিম সোলায়মান নির্বাচিত হয়েছেন। গতকাল রবিবার ডিসিসিআই অডিটরিয়ামে অনুষ্ঠিত ঢাকা চেম্বারের ৬৩তম বার্ষিক সাধারণ সভায় নতুন এই দায়িত্বভার দেওয়া হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডিসিসিআইয়ের নবনির্বাচিত অন্য পরিচালকরা হলেন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এনামুল হক পাটোওয়ারী, মো. মোস্তফা কামাল, মিনহাজ আহমেদ, মোহাম্মদ জমশের আলী, রাশেদ মাইমুনুল ইসলাম এবং সালমান বিন রশিদ শাহ সায়েম। নবনির্বাচিত সভাপতি তাসকীন আহমেদ ১৯৯৯ সালে পারিবারিক ব্যবসায় যোগ দেন এবং তার ২৫ বছরের কর্মজীবনে তিনি গ্রুপের বেশ কয়েকটি ব্যাবসায়িক ইউনিটের নেতৃত্ব দেন। এ ছাড়া তাসকীন আহমেদ দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঊর্ধ্বতন সহসভাপতি রাজীব এইচ চৌধুরী ডিফেন্স ডায়নামিক্স এন্টারপ্রাইজ লিমিটেড, আর্কো কোল্ড স্টোরেজ লিমিটেড, ওয়াচেস ওয়ার্ল্ড লিমিটেড ও মাইক্রোসেক ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং জিএসপি ইনভেস্টমেন্ট লিমিটেডের ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর। সহসভাপতি মো. সালিম সোলায়মান ম্যাসনস পলিমার করপোরেশন, লালবাগ মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চ্যাম্পিয়ন অ্যান্ড ম্যাসনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং স্যামসন্স করপোরেশনের স্বত্বাধিকারী।</span></span></span></span></p>