<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লক্ষ্মীপুরে মেঘনা নদীর চর মেঘায় সরকারি রাস্তা চষে সবজি চাষের প্রতিবাদ করায় যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে তাঁতীদল নেতা হেলাল সরকারকে পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহজালাল মোল্লা নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আহত হেলাল সদর হাসপাতালে চিকিৎসাধীন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল সোমবার সদর উপজেলার চররমণী মোহন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে চররমণী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হেলালকে পিটিয়ে মোটরসাইকেল, মোবাইল ফোনসেট ও পকেটে থাকা টাকা নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খবর পেয়ে দুপুরে সদর উপজেলা (পশ্চিম) বিএনপির যুগ্ম আহ্বায়ক রাব্বি এলাহি জহির ও সাইদুর রহমান চৌধুরী ভুট্টু হাসপাতালে হেলালকে দেখতে যান। গ্রেপ্তার শাহজালাল চররমণী মোহন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। আহত হেলাল চররমণী মোহন ইউনিয়ন তাঁতীদলের সাধারণ সম্পাদক ও চররমণী গ্রামের মকবুল হোসেন সরকারের ছেলে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ঘটনার প্রতিবাদে রবিবার (২২ ডিসেম্বর) এলাকাবাসীর উদ্যোগে একটি মানববন্ধন করা হয়। </span></span></span></span></span></p>