<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাউজানে শীতে আগুন পোহাতে গিয়ে শাড়িতে আগুন লেগে এক নারীর মৃত্যু হয়েছে। গত রবিবার (২২ ডিসেম্বর) রাতে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। মারা যাওয়া ওই নারীর নাম নুর আয়েশা বেগম। তিনি উপজেলার হলদিয়া ৫ নম্বর ওয়ার্ডের ওয়াইজ উদ্দিনের বাড়ির মৃত মনু মিয়ার স্ত্রী। শুক্রবার সকালে ঘরে (স্থানীয় ভাষা আইল্যা) আগুনে তাপ নিচ্ছিলেন নুর আয়েশা। এ সময় অসাবধানতাবশত তার শাড়িতে আগুন ধরে যায়। এরপর পরিবারের সদস্যরা তাকে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তিন দিন চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তাঁর মৃত্যু হয়। রাউজান থানার ওসি এ কে এম সফিকুল ইসলাম চৌধুরী বিষয়টি স্বীকার করে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>