<p>কুড়িগ্রামের ফুলবাড়ীতে সৈয়দ শামসুল হকের ৮৯তম জন্মদিন উপলক্ষে শিশুসাহিত্য পুরস্কার ও গুণীজন সম্মাননা এবং সেরা পাঠকদের পুরস্কার দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা গ্রামে সৈয়দ হক মঞ্চে সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাবের সভাপতি সুনীল চন্দ্র রায়ের সভাপতিত্বে সম্মানীয় অতিথি ড. শাশ্বত কুমার ভট্টাচার্য ও ড. আব্দুল হালিম প্রামাণিক সম্রাট ২০২৪ সালে সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার হিসেবে লেখক আখতারুল ইসলাম ও নিলয় নন্দী, পাঠাগার সংগঠক জয়নাল আবেদীনকে গুণীজন ও সেরা পাঠক পূজা রানীকে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জয়নাল আবেদীন বাবুল, সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাব, বঙ্গভাষা লেখক জাদুঘর ও গীতিকার তৌহিদ-উল ইসলাম পাঠাগারের প্রতিষ্ঠাতা, কবি, সাহিত্যিক ও গীতিকার তৌহিদ উল-ইসলাম।</p> <p> </p>