রংপুর বিভাগে আটটি জেলা ও ৫৮টি উপজেলা রয়েছে। এ বিভাগের জনসংখ্যা প্রায় দুই কোটি। প্রতিনিয়ত বাড়ছে জনসংখ্যা। সেই সঙ্গে অপরিকল্পিত ভবন নির্মাণের প্রতিযোগিতাও বাড়ছে।
অপরিকল্পিত নগরায়ণে ধুঁকছে রংপুর
- ♦ নগর উন্নয়নে মাস্টারপ্ল্যান না থাকায় পুরো নগরে যত্রতত্রভাবে বহুতল ভবন গড়ে উঠেছে ♦ রংপুর বিভাগ প্রতিষ্ঠার ১৪ বছর পরও যেন পুরো মহানগর অগোছালো
নজরুল ইসলাম রাজু, রংপুর

কাগজপত্রে রংপুর নগরের প্রধান সড়কটি ৬৫ ফুট প্রশস্ত হলেও স্থানভেদে এটি কোথাও ৪০ আবার কোথাও ৪৫ ফুটের বেশি নয়। চোখে পড়বে রাস্তার ওপর বিদ্যুতের পিলার, ড্রেনের চেয়ে রাস্তা উঁচু, কোথাও আবার খালের চেয়ে রাস্তা নিচু।
সাড়ে ১০ লাখের বেশি মানুষের বসবাস রংপুর মহানগরীতে। সচেতন মহল বলছে, আবাসিক, বাণিজ্যিক ভবন কোথায় হবে—এ ধরনের কোনো নির্দেশনাও নেই। যত্রতত্র ইচ্ছামতো চলছে নগরায়ণ।
এদিকে এসব ভেজালের দায় নিতে চাইছে না রংপুর সিটি করপোরেশন। অনুমোদনের ১০ বছরেও ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠন প্রক্রিয়া বাস্তবায়ন না হওয়াকে দোষারোপ করা হচ্ছে। আর আমলাতান্ত্রিক জটিলতার কারণে বাস্তবায়ন হচ্ছে না ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ’। দীর্ঘ ১০ বছরেও এই প্রকল্পটি আলোর মুখ না দেখায় রংপুর নগরকে ঘিরে কোনো মাস্টার প্ল্যান তৈরি করা সম্ভব হয়ে ওঠেনি বলে দাবি করা হচ্ছে। ২০১৪ সালের ৮ জুন সচিবালয়ে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূঁইঞার সভাপতিত্বে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করে স্বশাসিত সংস্থা গঠনের নীতিগত অনুমোদন দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের মতামতের আলোকে টেকনিক্যাল কমিটি যাচাই-বাছাইয়ের পর প্রস্তাবিত রংপুরসহ তিনটি উন্নয়ন (রংপুর, সিলেট ও বরিশাল) কর্তৃপক্ষের আইনের খসড়া প্রণয়ন করা হয়। কিন্তু ১০ বছরেও সেটা আর আলোর মুখ দেখেনি।
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংগঠক ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘দেশের অন্যতম অপরিকল্পিত নগরগুলোর একটি রংপুর। যেভাবে রাস্তা নির্মাণ করলে যানজট, জলাবদ্ধতা কমবে সেভাবে ড্রেনেজ ব্যবস্থা করতে হবে। রংপুর সিটি করপোরেশনের জন্য একটি মাস্টার প্ল্যান তৈরিসহ রংপুরকে ঢেলে সাজানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।’
সুশাসনের জন্য নাগরিক (সুজন) রংপুর মহানগরের সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু জানান, রংপুর বিভাগ ও রংপুর সিটি করপোরেশন তৈরির দীর্ঘদিন পেরিয়ে গেলেও পরিকল্পিত নগর গড়ার কোনো পরিকল্পনা দেখা যাচ্ছে না। আধুনিক নগরের প্রথম শর্ত হচ্ছে পরিবেশবান্ধব পরিকল্পিত নগর ব্যবস্থাপনা ও বাস্তবায়ন। রংপুরকে উন্নত নাগরিক সুবিধা, তথ্য-প্রযুক্তি ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে উন্নয়ন কর্তৃপক্ষ বাস্তবায়ন এখন সময়ের দাবি।
সম্পর্কিত খবর

ফেরির পরীক্ষামূলক যাত্রা প্রথম বাস গেল সন্দ্বীপে
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে পরীক্ষামূলক ফেরি সার্ভিসের দ্বিতীয় দিন বৃহস্পতিবার বাসযাত্রী হয়ে বিচ্ছিন্ন দ্বীপ সন্দ্বীপে পৌঁছল ৪১ জন যাত্রী। এই প্রথম দেশের মূল ভূখণ্ড থেকে যাত্রী নিয়ে কোনো বাস বিচ্ছিন্ন সন্দ্বীপে পৌঁছল। বিকেল ৩টায় সন্দ্বীপের এনাম নাহার মোড়ে যাত্রী নিয়ে পৌঁছে লুসাই পরিবহনের বাসটি। চট্টগ্রাম শহরের হালিশহর বিডিআর মাঠ থেকে সকাল ১১টা ৪০ মিনিটে ছেড়ে যায় এটি এবং বাঁশবাড়িয়া ফেরি ঘাটে গিয়ে পৌঁছে ১২টা ৪৫ মিনিটে।

গাজায় হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। গত বুধবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করেন তাঁরা। মিছিলটি ছাত্রী হল হয়ে সমাজবিজ্ঞান অনুষদের সামনে দিয়ে শহীদ মিনার এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।

সংক্ষিপ্ত
কমলগঞ্জে ‘প্রাইমেট ফেয়ার’ অনুষ্ঠিত
কমলগঞ্জ প্রতিনিধি

প্রাইমেট বা বানর গোত্রীয় প্রাণীদের পরিচিতি, তাদের বাসস্থান ও সংরক্ষণের বিষয়ে সচেতনতা বাড়াতে ‘মানুষ ও সংস্কৃতি’, দুয়ে মিলে বাঁচাবে আমাদের প্রকৃতি প্রতিপাদ্য নিয়ে ‘প্রাইমেট ফেয়ার-২০২৫’ শীর্ষক মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানসংলগ্ন বাঘমারা বিটের ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ মেলায় চা-বাগানের শতাধিক শিশু-কিশোর অংশ নেয়। মেলায় বায়োস্কোপের মাধ্যমে শিশু-কিশোরদের বানর গোত্রীয় প্রাণীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

মাদক বিক্রির প্রতিবাদ করায় মামলা
লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে মাদকদ্রব্য বিক্রির প্রতিবাদ করায় স্কুলছাত্রসহ ১০ তরুণ-যুবকের নামে মিথ্যা মামলা করার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী আবুল কালাম জহিরের বিরুদ্ধে। ছয়টি মাদক মামলার আসামি পুলিশের তালিকাভুক্ত এই মাদক ব্যবসায়ী সদর উপজেলার লতিফপুর গ্রামের অধিবাসী। লতিফপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ, জহির কয়েক বছর ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছেন। জহিরকে একাধিকবার স্থানীয় লোকজন সাবধান করে মাদক ব্যবসা ছাড়তে বলে।