জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় কর্তৃপক্ষের কাছে প্রাথমিক প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি। গতকাল শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ে ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৪ জুলাই রাতে বিশ্বকবি হলের সামনে, ১৫ জুলাই সন্ধ্যায় বঙ্গবন্ধু হলের সামনে, একই দিন রাতে উপাচার্যের বাসভবনে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা, ছররা গুলি এবং ১৭ জুলাই বিকেল ৩টায় প্রশাসনিক ভবনের সামনে হামলা ও ছররা গুলিবর্ষণের প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করেছে কমিটি।
কমিটির গ্রহণ করা সাক্ষ্যগুলো ‘সাক্ষ্য আইন, ১৮৭২’ অনুযায়ী যথাযথ কি না, সে বিষয়ে সুপ্রিম কোর্টের দুজন আইনজীবীর সমন্বয়ে একটি প্যানেল গঠন করা হয়েছে।